Advertisement
Advertisement

Breaking News

টেস্ট শুরুর আগে ভিভের ভোকাল টনিকে চাঙ্গা টিম ইন্ডিয়া

শনিবারই ছেলেদের নিয়ে অ্যান্টিগায় চলে এসেছেন কোচ অনিল কুম্বলে৷ একদিন বিশ্রাম নিয়ে মাঠে নামেন রবিবার৷ সেদিনই দেখা হয়ে গেল ভিভের সঙ্গে৷

Indian Team Meets Viv Richards Ahead of First Test
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 9:51 pm
  • Updated:July 19, 2016 9:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি প্রস্তুতি ম্যাচে বলার মতো তেমন কিছুই হয়নি৷ বৃহস্পতিবার ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে আসল লড়াইয়ে নামতে চলেছে বিরাটবাহিনী৷ আর তার আগে টিম ইন্ডিয়াকে ভোকাল টনিক দিয়ে গেলেন বিপক্ষে দলের কিংবদন্তি৷ ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করে মন ভাল হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের৷

CnstJ04WIAAEvKF

Advertisement

শনিবারই ছেলেদের নিয়ে অ্যান্টিগায় চলে এসেছেন কোচ অনিল কুম্বলে৷ একদিন বিশ্রাম নিয়ে মাঠে নামেন রবিবার৷ সেদিনই দেখা হয়ে গেল ভিভের সঙ্গে৷ নিজের শহর, নিজের নামে স্টেডিয়াম, টেস্টের আগে মাঠে না এসে তিনি বাড়ি বসে থাকেন কীভাবে! ভিভকে কাছে পেয়ে উচ্ছ্বসিত কোহলি, ধাওয়ান, বিজয়, রাহানে, ধাওয়ানরা৷ নানা কথা৷ কী কথা হল, তা জানা যায়নি৷ তবে কোহলিকে নিয়ে আলাদা করে কথা বলা মানে তাঁর বর্তমান ক্রিকেট ছাড়া আর কী হতে পারে৷ ভিভের গলায় বিরাটের প্রশংসা আগেও শোনা গিয়েছে৷ সেই ভিভকে পেয়ে কোহলিও খুশি৷ একসঙ্গে সেলফি তুলে সোশ্যাল সাইটে পোস্টও করলেন ভারতীয় টেস্ট অধিনায়ক৷

ধাওয়ান আবার ভিভের সঙ্গে ছবি পোস্ট করে টুইট করলেন,“ আজ জীবনের একটা বিশেষ দিন৷ খুশির মুহূর্ত৷ এটা ঘটনা, ভিভকে সামনে পেয়ে দলের মেজাজটাই পাল্টে যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement