সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা জাতীয় জার্সি গায়ে চাপিয়ে দেশের প্রতিনিধিত্ব করেন৷ দেশকে গৌরবান্বিত করতেই সদা বদ্ধপরিকর তাঁরা৷ জগৎসভায় দেশকে শ্রেষ্ট আসনে বসানোর তাঁদের জীবনের মূল লক্ষ্য৷ ব্যক্তিগত স্বার্থ দূরে সরিয়ে রেখে দেশের কথাই ভাবেন তাঁরা৷ ঠিক পরাধীন ভারতে যেভাবে ভাবতেন বিপ্লবীরা৷ আর ৭২তম স্বাধীনতা দিবসে সেই স্বাধীনতা সংগ্রামীদেরই মনে করালেন মাস্টার ব্লাস্টার৷ তাঁর আবেগঘন পোস্ট মন ছুঁয়েছে ভক্তদের৷ দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শচীন তেণ্ডুলকর লেখেন, “জীবনে কোনওকিছুই সহজে পাওয়া যায় না৷ স্বাধীনতা পেতেও অনেক কষ্ট করতে হয়েছে৷ বিপ্লবীরা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম না করলে ‘টিম ইন্ডিয়া’ বলে কিছুই তৈরি হত না৷” ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল ভারত৷ সেই ম্যাচেরই ছবি পোস্ট করেছেন শচীন৷ তবে তিনি একা নন, স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও৷
Everything in life is hard-earned. Just like our independence. Among countless other things, there would have been no ‘Team India’ if not for the sacrifice of our brave freedom fighters. Let us not take that freedom for granted. #HappyIndependenceDay 🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/RYrveJ9P7y
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2018
প্রায় দু’শো বছর ইংরেজদের শাসন চলেছিল এ দেশে৷ অগুনতি রক্তক্ষয়ী লড়াইয়ের পর আছে স্বাধীনতা৷ আর এবারের এই বিশেষ দিনটি ইংল্যান্ডের মাটিতেই কাটছে ভারতীয় দলের৷ তাই বলে দিনটি উদযাদপ করবেন না তাঁরা? তা তো হয় না৷ ইংল্যান্ডের মাটিতেই তেরঙ্গা উত্তোলন করলেন বিরাট-ধাওয়ানরা৷ টিম হোটেলে হল সেলিব্রেশনও৷ টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা দল এদিন আবার জয়ে ফেরার শপথ নিল৷ আর সেই সঙ্গে সমর্থকদের উদ্দেশে বিরাটের বার্তা, স্বাধীনতা দিবসে, বৈচিত্র্য নয়, সেলিব্রেট করা হোক ঐক্যের৷ ঐক্যই তো শক্তি৷ একতাই পারে দেশকে সাফল্য এনে দিতে৷ এমন দিনে দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগও৷ বর্তমানে ঘটতে থাকা গণপিটুনি, দুর্নীতির কথা উল্লেখ করে গম্ভীর নিজের পোস্টে লিখেছেন, “এসবের মধ্যেও উড়তে থাকা তেরঙ্গা মনে করিয়ে দেয়, আমাদের দায়িত্বের কথা৷”
To belong to flag and a people that are free is a privilege we mustn’t forget and mustn’t lose. Happy Independence Day. pic.twitter.com/yLQXeuwPGy
— Sunil Chhetri (@chetrisunil11) August 15, 2018
Pollution के धुएँ के पीछे से, corruption के बोझ के नीचे से, lynching और rape की चीख़ों के बीच से…तीन रंग एक बार फिर झाँक रहे हैं। शायद हमें कुछ याद दिला रहे हैं, शायद कुछ उम्मीद दे रहे हैं। स्वतंत्रता एक ज़िम्मेवारी है। #IndependenceDay pic.twitter.com/fuMgfrYGYB
— Gautam Gambhir (@GautamGambhir) August 15, 2018
कुछ नशा तिरंगे की आन का है,
कुछ नशा मातृभूमि की शान का है,
हम लहरायेंगे हर जगह ये तिरंगा,
नशा ये हिन्दुस्तां के सम्मान का है।
स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं !#IndependenceDayIndia #HappyIndependenceDay pic.twitter.com/oFTAHMsYsX— Virender Sehwag (@virendersehwag) August 15, 2018
Today, let’s celebrate the things that unite us all instead of dwelling on our differences. Howzzat for a change? #HappyIndependenceDay 🇮🇳 #StayWrogn @StayWrogn pic.twitter.com/qqpisavVxt
— Virat Kohli (@imVkohli) August 15, 2018
ক্রিকেটারদের পাশাপাশি স্বাধীনতা দিবসের আনন্দে মেতেছেন সোনার মেয়ে হিমা দাস, কুস্তিগির সাক্ষী মালিক, পি ভি সিন্ধু, সুশীল কুমার, কিংবদন্তি টেনিসতারকা লিয়েন্ডার পেজ, সুনীল ছেত্রী-সহ ক্রীড়াদুনিয়ার মানুষরা৷ যাঁরা স্বাধীন ভারতের সুনাম দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন৷ যাঁদের পেয়ে গর্বিত দেশবাসী৷ এদিন তেরঙ্গা পোশাকে ধরা দিলেন হায়দরাবাদি সুন্দরী সানিয়া মির্জা৷ নিজের টেনিস অ্যাকাডেমিতে বৃক্ষরোপণ করে দিনটি পালন করলেন তিনি৷ ভক্তদের জানালেন, যেদিন প্রথম টেনিস হাতে কোর্টে নেমেছিলেন, সেটিই ছিল তাঁর প্রথম স্বাধীনতা দিবস৷ সঙ্গে জানতে চাইলেন, অনুগামীদের স্বাধীনতা দিবস কোনটি৷
Planted my saplings today after the flag hoisting and celebrations at the Sania Mirza Tennis Academy as part of #HarithaHaram.Thank you @KTRTRS and @USCGHyderabad for this challenge and initiative .. I would like nominate all of my social media family for a greener future 🙌🏽 pic.twitter.com/LhdKyl0YZI
— Sania Mirza (@MirzaSania) August 15, 2018
The day I won the first point for my country on international turf was the day I got freedom from my naysayers. That was #MyIndependenceDay. When was yours? @olacabs pic.twitter.com/CjluBqg8OI
— Sania Mirza (@MirzaSania) August 15, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.