Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিলেন বিরাট, আবেগপ্রবণ পোস্ট শচীনের

নিজের প্রথম স্বাধীনতা দিবসের কথা জানালেন সানিয়া৷

Indian players celebrate Independence Day 2018
Published by: Sulaya Singha
  • Posted:August 15, 2018 5:21 pm
  • Updated:August 15, 2018 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা জাতীয় জার্সি গায়ে চাপিয়ে দেশের প্রতিনিধিত্ব করেন৷ দেশকে গৌরবান্বিত করতেই সদা বদ্ধপরিকর তাঁরা৷ জগৎসভায় দেশকে শ্রেষ্ট আসনে বসানোর তাঁদের জীবনের মূল লক্ষ্য৷ ব্যক্তিগত স্বার্থ দূরে সরিয়ে রেখে দেশের কথাই ভাবেন তাঁরা৷ ঠিক পরাধীন ভারতে যেভাবে ভাবতেন বিপ্লবীরা৷ আর ৭২তম স্বাধীনতা দিবসে সেই স্বাধীনতা সংগ্রামীদেরই মনে করালেন মাস্টার ব্লাস্টার৷ তাঁর আবেগঘন পোস্ট মন ছুঁয়েছে ভক্তদের৷ দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শচীন তেণ্ডুলকর লেখেন, “জীবনে কোনওকিছুই সহজে পাওয়া যায় না৷ স্বাধীনতা পেতেও অনেক কষ্ট করতে হয়েছে৷ বিপ্লবীরা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম না করলে ‘টিম ইন্ডিয়া’ বলে কিছুই তৈরি হত না৷” ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল ভারত৷ সেই ম্যাচেরই ছবি পোস্ট করেছেন শচীন৷ তবে তিনি একা নন, স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও৷

 

Advertisement

প্রায় দু’শো বছর ইংরেজদের শাসন চলেছিল এ দেশে৷ অগুনতি রক্তক্ষয়ী লড়াইয়ের পর আছে স্বাধীনতা৷ আর এবারের এই বিশেষ দিনটি ইংল্যান্ডের মাটিতেই কাটছে ভারতীয় দলের৷ তাই বলে দিনটি উদযাদপ করবেন না তাঁরা? তা তো হয় না৷ ইংল্যান্ডের মাটিতেই তেরঙ্গা উত্তোলন করলেন বিরাট-ধাওয়ানরা৷ টিম হোটেলে হল সেলিব্রেশনও৷ টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা দল এদিন আবার জয়ে ফেরার শপথ নিল৷ আর সেই সঙ্গে সমর্থকদের উদ্দেশে বিরাটের বার্তা, স্বাধীনতা দিবসে, বৈচিত্র্য নয়, সেলিব্রেট করা হোক ঐক্যের৷ ঐক্যই তো শক্তি৷ একতাই পারে দেশকে সাফল্য এনে দিতে৷ এমন দিনে দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগও৷ বর্তমানে ঘটতে থাকা গণপিটুনি, দুর্নীতির কথা উল্লেখ করে গম্ভীর নিজের পোস্টে লিখেছেন, “এসবের মধ্যেও উড়তে থাকা তেরঙ্গা মনে করিয়ে দেয়, আমাদের দায়িত্বের কথা৷”

[সালাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের লিভারপুলের, কী করলেন স্ট্রাইকার?]


ক্রিকেটারদের পাশাপাশি স্বাধীনতা দিবসের আনন্দে মেতেছেন সোনার মেয়ে হিমা দাস, কুস্তিগির সাক্ষী মালিক, পি ভি সিন্ধু, সুশীল কুমার, কিংবদন্তি টেনিসতারকা লিয়েন্ডার পেজ, সুনীল ছেত্রী-সহ ক্রীড়াদুনিয়ার মানুষরা৷ যাঁরা স্বাধীন ভারতের সুনাম দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন৷ যাঁদের পেয়ে গর্বিত দেশবাসী৷ এদিন তেরঙ্গা পোশাকে ধরা দিলেন হায়দরাবাদি সুন্দরী সানিয়া মির্জা৷ নিজের টেনিস অ্যাকাডেমিতে বৃক্ষরোপণ করে দিনটি পালন করলেন তিনি৷ ভক্তদের জানালেন, যেদিন প্রথম টেনিস হাতে কোর্টে নেমেছিলেন, সেটিই ছিল তাঁর প্রথম স্বাধীনতা দিবস৷ সঙ্গে জানতে চাইলেন, অনুগামীদের স্বাধীনতা দিবস কোনটি৷

[‘আজ আপনার স্বাধীনতা দিবস’, নেটদুনিয়ায় কটাক্ষের মোক্ষম জবাব সানিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement