Advertisement
Advertisement

Breaking News

হকিতে জয়, হতাশ করলেন লিয়েন্ডাররা

২০০০ সালে সিডনি ওলিম্পিকের উদ্বোধনী ম্যাচে জিতেছিল ভারতীয় হকি দল৷

indian hockey team won in the first match, leander lost
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 10:06 pm
  • Updated:August 8, 2016 1:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় দিয়ে ওলিম্পিকের অভিযান শুরু করল মেন ইন ব্লু৷ আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন ওল্টমান্সের ছেলেরা৷ তবে শনিবার হতাশ করলেন ভারতীয় মহিলা শুটাররা ও লিয়েন্ডার পেজ৷

২০০০ সালে সিডনি ওলিম্পিকের উদ্বোধনী ম্যাচে জিতেছিল ভারতীয় হকি দল৷ ১২ বছর পর রিওতে সেই ছবিরই পুনরাবৃত্তি ঘটল৷ শুরু থেকেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন শ্রীজেশরা৷ জোড়া গোল করেন রুপিন্দর পাল সিং৷ আরেকটি গোল ভি আর রঘুনাথের৷ শেষ দুই অর্ধে যদিও দু’টো গোল হজম করতে হয় সর্দার সিংদের৷ তবে ছেলেদের খেলায় খুশি কোচ ওল্টমান্স৷ ৩৬ বছরের পদক খরা কাটাতে বদ্ধপরিকর ভারতীয় হকি দল৷ সেই অভিযানের শুরুটা অন্তত মন্দ হল না৷ পরের ম্যাচে অবশ্য প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী৷ তবে সোমবার জার্মানির বিরুদ্ধে ৬০ মিনিটের লরাইযে জয় ছাড়া কিছুই ভাবছে না ভারতীয় শিবির৷

Advertisement

India’s Rohan Bopanna, left, and Leander Paes shake hands during their doubles tennis match against Czech Republic’s Adam Pavlasek and Radek Stepanek in the Davis Cup World Group play-off tie in New Delhi, India, Saturday, Sept. 19, 2015. The Czech Republic defeated India 5-7, 2-6, 2-6. (AP Photo/Altaf Qadri)

শ্রীজেশ অ্যান্ড কোম্পানি মন ভরিয়ে দিলেও চরম হতাশ করলেন লিয়েন্ডার পেজ ও রোহন বোপন্না৷ প্রথম রাউন্ডে হেরে পুরুষ ডাবলস থেকে ছিটকে গেল ভারতীয় জুটি৷ পোল্যান্ডের ম্যাটকস্কি-কুবোট জুটির কাছে ৪-৬, ৬-৭ সেটে হারলেন পেজরা৷ বোপন্না ও লিয়ের মধ্যে কোর্টের বাইরের মনোমালিন্যই কি তবে কোর্টের ভিতরে প্রভাব ফেলল? টেনিসমহলে এখন এই আলোচনাই ঘোরাফেরা করছে৷

টেনিসে মুখ থুবড়ে পড়ার দিন হতাশ করলেন ভারতীয় মহিলা শুটাররাও৷ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফায়ার থেকে ছিটকে গেলেন অয়নিকা পাল ও অপূর্বী চান্ডিলা৷ কোয়ালিফায়িং পয়েন্টের থেকে অনেক পিছনে রয়ে গেলেন এই দুই শুটার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement