Advertisement
Advertisement

জার্সিতে বাবার নাম চান দেশের মহিলা ক্রিকেটাররা

বিরাটরা যেমন মায়ের নাম জার্সির পিছনে লিখে খেলেছেন, তাঁরাও তেমনই বাবার নাম তুলে ধরতে চান৷

Indian Female Cricketers want Father's Name in their Joursey as nayi Soch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 11:47 am
  • Updated:November 7, 2016 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট, ধোনিদের সেদিনের জার্সি দেখে এখন তাঁরাও ভাবছেন, ‘ইস্ যদি আমরাও এমন পেতাম!’

মিতালি রাজ, হরমনপ্রিৎ কউররা ‘নয়ি সোচ’ দেখার পর থেকে উত্তেজিত হয়ে রয়েছেন৷ আশা করছেন, বোর্ড ও সম্প্রচারকদের পক্ষ থেকে এবার তাঁদের জন্যও এমনই কোনও নতুন ভাবনা আনা হবে৷ তবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিটি ক্রিকেটারের মধ্যেই একটি ব্যাপারে আক্ষেপ রয়েছে৷ বিরাটদের মতো প্রচার তাঁরা পান না৷ এমনকী, তাদের নিয়ে মিডিয়ার উৎসাহও আহামরি নয়৷ কোনও বড় টুর্নামেণ্ট চ্যাম্পিয়ন হলে তবেই মিতালিরা চর্চায় আসেন৷ বছরভর খবরের শিরোনামে জায়গা পান না তাঁরা৷ তবে মহিলা ক্রিকেট দলের পক্ষ থেকে এবার নয়ি সোচ-এর দাবি তোলা হয়েছে৷ ক্রিকেটারদের দাবি, বিরাটরা যেমন মায়ের নাম জার্সির পিছনে লিখে খেলেছেন, তাঁরাও তেমনই বাবার নাম তুলে ধরতে চান৷ তবে বোর্ডের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি৷ মিতালির বাবা ডোরাই রাজ বলছিলেন, “আমি শুধু ওর বাবা নই৷ ওর কোচও৷ রাজ বাদ দিয়ে ডোরাই নাম ওর জার্সিতে লেখা থাকলে ভালই লাগবে৷ আলাদা অনুভূতি হবে৷” ওয়েস্ট ইন্ডিজের বিরু‌দ্ধে ঘরের মাঠে সিরিজে টি-২০ দলের অধিনায়িকা হরমনপ্রিৎ কউর আবার বলছিলেন, “ভারতে মায়েরাই বেশি ফোকাস পান৷ আসলে আমরা আবেগপ্রবণ৷ মায়েদের লড়াইয়ে কথা শুনলে চোখে জল আসে৷ কিন্তু অনেক ক্ষেত্রেই বাবার অবদান তেমনভাবে প্রচারে আসে না৷ নতুন এই ভাবনাকে স্বাগত৷” ভারতীয় মহিলা দলের ওপেনার স্মৃতি মনধনা আবার বলছিলেন, “এমনও হতে পারে, বাবা-মেয়ের নাম একসঙ্গে জার্সির পিছনে লেখা থাকল৷ যাই হোক না কেন, ভাবনায় নতুনত্ব রয়েছে৷”

Advertisement

আপাতত মহিলা দলের তরফে জোরালো আর্জি উঠেছে৷ বোর্ড কী তাঁদের জন্যও ‘নয়ি সোচ’ আনবে? প্রাক্তন ক্রিকেটার ডায়ানা এদুলজি যেমন বলছিলেন, “বিরাটদের জন্য এমন ভাবনা আনা হয়েছে৷ একই সময় মহিলা ক্রিকেট দলকে নিয়েও ভাবা যেত৷ কিন্তু বোর্ড উদাসীন৷ এখানে সব প্রচার বিরাটদের জন্য৷ মহিলাদের জন্য কোনও ‘নয়ি সোচ’ নেই৷”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement