সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার (Asia) প্রথম মহিলা হিসাবে পেসমেকার নিয়ে এভারেস্ট জয় করতে চেয়েছিলেন। কিন্তু বিশ্বরেকর্ড গড়ার সেই স্বপ্ন পূরণ হল না। এভারেস্টের পথে বেস ক্যাম্পেই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হল ৫৯ বছর বয়সি সুজান লিওপোল্ডিনা জেসুসের। নেপালের (Nepal) একটি হাসপাতালে বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, সর্বোচ্চ শৃঙ্গজয়ের বেসক্যাম্পেই অসুস্থ হয়ে পড়েন সুজান। হেলিকপ্টার ভাড়া করে দুর্গম এলাকা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। বুধবার হাসপাতালেই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। বৃহস্পতিবার মৃত্যু হয় সুজানের। প্রসঙ্গত, এভারেস্ট (Mount Everest) অভিযান শুরুর আগেই নেপালের পর্যটন দপ্তরের তরফে সুজানকে বারণ করা হয়। কিন্তু সেই নিষেধ শোনেননি সুজান।
নেপালের পর্যটন দপ্তরের ডিরেক্টর যুবরাজ খাটিওয়াড়া বলেন, ৫৮০০ মিটার পর্যন্ত উঠেছিলেন সুজান। তারপরেই ২৫০ মিটার দূরে ক্রম্পটন পয়েন্ট পর্যন্ত যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সাধারণত ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই এই দূরত্ব পেরিয়ে যান পর্বতারোহীরা। কিন্তু সামান্য় এই পথ পাড়ি দিতে পাঁচ ঘণ্টা সময় লাগে সুজানের।
এভারেস্টে ওঠার আগে এই ২৫০মিটারের দূরত্ব বারবার পেরতে হয় পর্বতারোহীদের। প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই এই ব্যবস্থা। কিন্তু প্রথমবার এই দূরত্ব পাড়ি দিতে পাঁচ ঘণ্টা সময় লাগে সুজানের। দ্বিতীয়বার ছয় ঘণ্টা সময় নেন তিনি। শেষবারের চেষ্টায় ১২ ঘণ্টা সময় লাগে। তারপরেই সুজানকে এভারেস্টে উঠতে বারণ করা হয়। কিন্তু তিনি দাবি করেন যে পাহাড়ে ওঠার যাবতীয় খরচ মিটিয়ে ফেলেছেন তাই এভারেস্ট জয় করবেনই। শেষ পর্যন্ত তাঁর স্বপ্ন পূরণ হল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.