Advertisement
Advertisement
India A Bangladesh A

আউট দিয়েও ফেরানো হল ভারতের ব্যাটারকে, এমার্জিং এশিয়া কাপে আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক

কী হয়েছিল জেনে নিন।

Indian batsman Nikin Jose recalled after third-umpire announces wrong decision during ACC Emerging Teams Asia Cup 2023 semifinal । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 21, 2023 4:45 pm
  • Updated:July 21, 2023 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসিসি এমার্জিং টিম এশিয়া কাপ ২০২৩-এর (ACC Emerging Team Asia Cup 2023) ভারত এ ও বাংলাদেশ এ-র (India A vs Bangladesh A) সেমিফাইনালে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তৈরি হল বিতর্ক। তৃতীয় আম্পায়ার দিলেন আউট।

বাংলাদেশের ফিল্ডাররা উদযাপন শুরু করে দেন। কিন্তু এরপরই নাটক। ফিল্ড আম্পায়ার জানিয়ে দেন ভারতের ব্যাটসম্যান নিকিন জোসে আউট হননি। সবুজ আলো জ্বালিয়ে জানানো হল তিনি আউট নন। যদিও নিকিন জোসে জীবন ফিরে পেয়েও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। 

Advertisement

[আরও পড়ুন: আজ পাকিস্তান তো কাল শ্রীলঙ্কা, এশিয়া কাপের সূচি নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ]

 

ভারতের ইনিংসের ১৪ তম ওভারের ঘটনা। বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসানের বল ডিফেন্সিভ খেলার চেষ্টা করেন নিকিন। বল নিকিনের ব্যাট না ছুঁয়ে পৌঁছে যায় বাংলাদেশের উইকেট কিপার আকবর আলির হাতে। তিনি বল পাওয়ামাত্রই উইকেট ভেঙে দেন। উইকেট ভাঙার সময়ে নিকিনের পা ক্রিজের ভিতর ছিল নাকি বাইরে ছিল, তা জানার জন্যই তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন ফিল্ড আম্পায়ার। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে বোঝার চেষ্টা করা হয় নিকিন আউট ছিলেন কিনা। তৃতীয় আম্পায়ারও একাধিকবার রিপ্লে দেখে নিশ্চিত হতে পারছিলেন না।

 

কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখার পরে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। বাংলাদেশের ক্রিকেটাররা আউটের উদযাপন শুরু করে দেন। এরপরেই নাটক। সিদ্ধান্ত বদলে যায়। তৃতীয় আম্পায়ার ভুলবশত সবুজ আলোর পরিবর্তে লাল আলো জ্বালিয়ে দেন। নিকিনের রান তখন ছিল ৯। সেই নিকিন বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত নিকিন আউট হন ১৭ রানে।

[আরও পড়ুন: ‘ভক্ত’ ক্যারিবিয়ান কিপারের আশা কোহলি যেন সেঞ্চুরি পান! বিরাট জবাব নিমেষে ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement