Advertisement
Advertisement

Breaking News

লন্ডন ওলিম্পিকে জেতা ব্রোঞ্জ পদক বদলে গেল রুপোয়

চার বছর পর এমনটা কীভাবে সম্ভব হল?

India Wrestler Yogeshwar Dutt's 2012 Olympics Bronze upgrated to silver
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 3:02 pm
  • Updated:September 12, 2023 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও থেকে খালি হাতেই ফিরতে হয়েছে যোগেশ্বর দত্তকে৷ তবে দেশে ফিরে ক্ষতে খানিকটা মলম লাগল৷ মঙ্গলবারই সুখবরটা পেলেন ভারতীয় কুস্তিগির৷ গতবার লন্ডন ওলিম্পিকে জেতা তাঁর ব্রোঞ্জ পদকটি রুপোয় পরিণত হয়েছে৷

চার বছর পর এমনটা কীভাবে সম্ভব হল? ঘটনা হল, লন্ডন ওলিম্পিকে কুস্তির ৬০ কেজি বিভাগের ফাইনালে হেরে রুপো পেয়েছিলেন রাশিয়ার বেসিক কুডুখোভ৷ তার পরের বছর ২০১৩ সালে একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি৷ তবে ডোপ টেস্টের জন্য তাঁর নমুনা রাখা ছিল আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং সংস্থার (ওয়াডা) কাছে৷ সাধারণত অ্যাথলিটদের নমুনা ১০ বছর রেখে দেয় ওয়াডা৷ রিও ওলিম্পিক শুরুর আগে সেই নমুনা ফের পরীক্ষা করা হয়৷ এবং সেই ডোপ টেস্টে ফেল করেন প্রয়াত রাশিয়ান কুস্তিগির৷ আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী, কোনও পদকজয়ী অ্যাথলিট ডোপ টেস্টে উত্তীর্ণ হতে না পারলে, তাঁর পদকটি সেই বিভাগের পরবর্তী সেরা অ্যাথলিটের হাতে তুলে দেওয়া হয়৷ আর তাই বেসিকের রুপো পেয়ে যাবেন যোগেশ্বর৷ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও দু’টি ওলিম্পিক পদকজয়ী বেসিকের মৃত্যু পর পদক হাতছাড়া হতে চলেছে৷

Advertisement

উচ্ছ্বসিত যোগেশ্বর মঙ্গলবার টুইট করে দেশবাসীকে আনন্দ সংবাদটি জানান৷ তিনি লেখেন, “আজ সকালেই জানতে পারলাম আমার ব্রোঞ্জ পদকটি পরিবর্তিত হয়ে রুপো হয়ে গিয়েছে৷ এই পদক আমি ভারতবাসীকে উৎসর্গ করলাম৷” রুপো পাওয়ার ফলে আরেক রুপোজয়ী ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের পাশে নাম লেখালেন যোগেশ্বর৷

যদিও রুপোর পদক হাতে পেতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে যোগেশ্বরের৷ প্রাক্তন ভারতীয় কুস্তিগির জগদীশ কালিরমন বলেছেন, “ওয়াডা পুরো ঘটনাটি ভারতীয় কুস্তি ফেডারেশন, আন্তর্জান্তিক ওলিম্পিক কমিটি ও ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংকে জানাবে৷ তারপর রুপো হাতে পাবেন যোগেশ্বর৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement