Advertisement
Advertisement

লন্ডন ওলিম্পিকে জেতা ব্রোঞ্জ পদক বদলে গেল রুপোয়

চার বছর পর এমনটা কীভাবে সম্ভব হল?

India Wrestler Yogeshwar Dutt's 2012 Olympics Bronze upgrated to silver
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 3:02 pm
  • Updated:September 12, 2023 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও থেকে খালি হাতেই ফিরতে হয়েছে যোগেশ্বর দত্তকে৷ তবে দেশে ফিরে ক্ষতে খানিকটা মলম লাগল৷ মঙ্গলবারই সুখবরটা পেলেন ভারতীয় কুস্তিগির৷ গতবার লন্ডন ওলিম্পিকে জেতা তাঁর ব্রোঞ্জ পদকটি রুপোয় পরিণত হয়েছে৷

চার বছর পর এমনটা কীভাবে সম্ভব হল? ঘটনা হল, লন্ডন ওলিম্পিকে কুস্তির ৬০ কেজি বিভাগের ফাইনালে হেরে রুপো পেয়েছিলেন রাশিয়ার বেসিক কুডুখোভ৷ তার পরের বছর ২০১৩ সালে একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি৷ তবে ডোপ টেস্টের জন্য তাঁর নমুনা রাখা ছিল আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং সংস্থার (ওয়াডা) কাছে৷ সাধারণত অ্যাথলিটদের নমুনা ১০ বছর রেখে দেয় ওয়াডা৷ রিও ওলিম্পিক শুরুর আগে সেই নমুনা ফের পরীক্ষা করা হয়৷ এবং সেই ডোপ টেস্টে ফেল করেন প্রয়াত রাশিয়ান কুস্তিগির৷ আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী, কোনও পদকজয়ী অ্যাথলিট ডোপ টেস্টে উত্তীর্ণ হতে না পারলে, তাঁর পদকটি সেই বিভাগের পরবর্তী সেরা অ্যাথলিটের হাতে তুলে দেওয়া হয়৷ আর তাই বেসিকের রুপো পেয়ে যাবেন যোগেশ্বর৷ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও দু’টি ওলিম্পিক পদকজয়ী বেসিকের মৃত্যু পর পদক হাতছাড়া হতে চলেছে৷

Advertisement

উচ্ছ্বসিত যোগেশ্বর মঙ্গলবার টুইট করে দেশবাসীকে আনন্দ সংবাদটি জানান৷ তিনি লেখেন, “আজ সকালেই জানতে পারলাম আমার ব্রোঞ্জ পদকটি পরিবর্তিত হয়ে রুপো হয়ে গিয়েছে৷ এই পদক আমি ভারতবাসীকে উৎসর্গ করলাম৷” রুপো পাওয়ার ফলে আরেক রুপোজয়ী ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের পাশে নাম লেখালেন যোগেশ্বর৷

যদিও রুপোর পদক হাতে পেতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে যোগেশ্বরের৷ প্রাক্তন ভারতীয় কুস্তিগির জগদীশ কালিরমন বলেছেন, “ওয়াডা পুরো ঘটনাটি ভারতীয় কুস্তি ফেডারেশন, আন্তর্জান্তিক ওলিম্পিক কমিটি ও ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংকে জানাবে৷ তারপর রুপো হাতে পাবেন যোগেশ্বর৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement