Advertisement
Advertisement

Breaking News

৪ দিনে ইডেন টেস্ট জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

ম্যাচের নায়ক অবশ্যই বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহা৷ পুজোর মুখে ক্রীড়াপ্রেমী বাঙালিদের জন্য আরও একটা সুখবর৷

India Won Eden Test, Secured top position in test ranking
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2016 5:41 pm
  • Updated:October 3, 2016 6:09 pm  

ভারত- ৩১৬,২৬৩

নিউজিল্যান্ড-২০৪,১৯৭

Advertisement

১৭৮ রানে জয়ী ভারত 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর ফের দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিলেন বিরাটরা৷ চতুর্থ দিনেই সব উইকেট হারিয়ে মাঠ ছাড়তে হল কিউয়িদের৷ আর সেই সঙ্গে ১৭৮ রানে টেস্ট জিতে পাকিস্তানকে সরিয়ে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অধিকার করল ভারত৷

দ্বিতীয় ইনিংসে ৩৭৫ রানের টার্গেট নিয়ে ইডেনের বাইশ গজে নেমেছিল নিউজিল্যান্ড৷ রোহিতের ভাল ইনিংস নিউজিল্যান্ডকে খানিক চিন্তায় রেখেছিল৷ আর তার সঙ্গে যোগ হল ভারতীয় বোলারদের দারুন পারফরম্যান্স৷ দুই মিলিয়ে দ্বিতীয় টেস্টও হাতছাড়া হল৷

ct1u7htuaailamx

চতুর্থ দিনের শুরুতেই নিউজিল্যান্ড খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও লাঞ্চের পরেই ভারতীয় বোলারদের ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ব্যাটিং৷ ১৯৭ রানেই সবকটা উইকেট হারিয়ে ড্রেসিং রুমে ফিরে গেল আশাহত নিউজিল্যান্ড৷

ct1viodvyaaino4

ম্যাচের নায়ক অবশ্যই বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহা৷ পুজোর মুখে ক্রীড়াপ্রেমী বাঙালিদের জন্য আরও একটা সুখবর৷ সেই সঙ্গে কলকাতার বুকেই ভারতের এই জয় এবং টেস্টে শ্রেষ্ঠত্বের তকমা যেন উৎসবের আনন্দকে দ্বিগুন করে দিল৷

ct1vwrivuaawaxu

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement