সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একদম বাঁধিয়ে রাখার মতো৷ যেদিন পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এল ভারতীয় সেনা, সেই একই দিনে পাকিস্তানকে হকির মাঠে হারিয়ে মনের সুখ করে নিল ভারত৷
একদিন আগেই ভারতের সিনিয়র দলের তারকা শ্রীজেস বলেছিলেন, পাকিস্তানকে হকি মাঠে খেলে হারাতে চান৷ একমাত্র তা হলেই উরি হামলায় নিহত ভারতীয় জওয়ানদের প্রতি যথাযোগ্য সম্মান জানানো হবে৷
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকির সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের খেলা ছিল পাকিস্তানের সঙ্গে৷ বৃহস্পতিবার সকালেই ভারতের ‘সার্জিক্যাল অপারেশন’ নিয়ে খবরে একদফা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল৷ ফলে ভারত এবং পাকিস্তানের ম্যাচটায় টেনশন ছিল চূড়ান্ত মাত্রায়৷ টানটান উত্তেজনাকর ম্যাচে ফল ভারতের পক্ষে ৩-১৷ এর ফলে টুর্নামেন্টের ফাইনালে গেল ভারত৷ সেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ৷ গ্রুপ লিগে এই বাংলাদেশের কাছে ভারতকে হারতে হয়েছিল৷ বাংলাদেশ অবশ্য অন্য সেমিফাইনালে চিনা তাইপেকে হারিয়েছে ৫-১ গোলে৷
পাকিস্তানের মুখোমুখি দাঁড়িয়ে ভারতের জুনিয়ররা প্রথম থেকেই ম্যাচের উপর চেপে বসেন৷ ভারতের তিনটি গোল শিবম আনন্দ, দিলপ্রীত সিং এবং নিলম সনজিপ জেস-এর৷ পাকিস্তান যা খেলেছে, সেটা শেষ দশ মিনিট৷ ওই সময়ই তারা একটা গোল শোধ দেয়৷ ভারত একটি পেনাল্টি স্ট্রোক পায়৷ কিন্তু পাকিস্তানের গোলকিপার ওয়াকার সেটি বাঁচিয়ে দেয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.