সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সান্ত্বনা জয় পেল বাংলাদেশের মেয়েরা (Bangladesh)। বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের (India vs Bangladesh) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিল। বাংলাদেশের মেয়েরা ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় চার উইকেটে।
ভারতের মেয়েরা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত করে ৯ উইকেট হারিয়ে ১০২ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮.২ ওভারে ম্যাচ জিতে নেয়। বাংলাদেশ এদিন জিতলেও সিরিজ জিতে নিল ভারতের মেয়েরা।
ভারতের মধ্যে অধিনায়ক হরমনপ্রীত কউর সর্বোচ্চ ৪০ রান করেন। জেমাইমা রডরিগেজ করেন ২৮ রান। বাংলাদেশ বোলারদের মধ্যে রাবেয়া খান তিন-তিনটি উইকেট নেন।
ভারতের রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও বাংলাদেশ ম্যাচ জিতে নেয় মূলত শামিমা সুলতানার ৪৬ বলে ৪২ রানের জন্য। তিনি ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটার অবশ্য রান করতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে মিন্নু ২টি এবং দেবিকা ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হন শামিমা সুলতানা। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন হরমনপ্রীত কউর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.