Advertisement
Advertisement

আগামী বছর ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ

২০১৭-এর ১ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে৷ চলবে ১৮ জুন পর্যন্ত৷ ৪ জুন বার্মিংহামের এজবাস্টনে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে৷ এছাড়া খেলা হবে কার্ডিফের ওয়েলস স্টেডিয়াম ও লন্ডনের ওভালে৷ তার আগে ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড খেলবে বাংলাদেশের বিরু‌দ্ধে৷

india will face pakistan in champions trophy in 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 12:15 pm
  • Updated:July 11, 2018 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে৷ এই দু’টি দল একই গ্রুপে রয়েছে৷ ভারত প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাই৷
২০১৭-এর ১ জুন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে৷ চলবে ১৮ জুন পর্যন্ত৷ ৪ জুন বার্মিংহামের এজবাস্টনে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে৷ এছাড়া খেলা হবে কার্ডিফের ওয়েলস স্টেডিয়াম ও লন্ডনের ওভালে৷ তার আগে ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড খেলবে বাংলাদেশের বিরু‌দ্ধে৷
বুধবার, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক এক বছর আগে ওভালে প্রতিযোগিতার ক্রীড়াসূচি ঘোষণা করা হল৷ আড়াই সপ্তাহের এই টুর্নামেন্টে মোট ১৫টি খেলা হবে৷ যার মধ্যে তিনটি নক আউট ম্যাচ৷ ২০১৫-র সেপ্টেম্বর পর্যন্ত ব়্যাঙ্কিংয়ে থাকা সেরা আটটি দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে৷ প্রতিযোগিতায় এক নম্বর বাছাই দল হল অস্ট্রেলিয়া৷
আট দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশ৷ ‘বি’ গ্রুপের চারটি দল হল ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান৷ কার্ডিফ ও এজবাস্টনে দু’টি সেমি ফাইনাল হবে ২০১৭-এর ১৪ ও ১৫ জুন৷ ওভালে ফাইনাল ১৮ জুন৷
আইসিসির চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসন স্বীকার করে নিয়েছেন ইচ্ছাকৃতভাবেই এক গ্রুপে ফেলা হয়েছে ভারত ও পাকিস্তানকে৷ ম্যাচের জনপ্রিয়তার কারণেই এমন সিদ্ধান্ত৷ তিনি বলেন, এবারের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম৷ কারণ, ২০১৯ বিশ্ব্বকাপের কাট-অফ ডেট তার ঠিক তিন মাস বাদেই৷ ইংল্যান্ডে এর আগে দু’বার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে৷ তবে তারা দু’বারই ফাইনালে উঠে হেরেছে৷
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত
৪ জুন: ভারত-পাকিস্তান (এজবাস্টন)
৮ জুন: ভারত-শ্রীলঙ্কা (ওভাল)
১১ জুন: ভারত-দক্ষিণ আফ্রিকা (ওভাল)
১৪ জুন: প্রথম সেমিফাইনাল (কার্ডিফ)
১৫ জুন: দ্বিতীয় সেমিফাইনাল (এজবাস্টন)
১৮ জুন: ফাইনাল (ওভাল)
১৯ জুন: অতিরিক্ত দিন

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement