ওয়েস্ট ইন্ডিজ: ২৯৫/৭ (চেজ- ৯৮*, হোল্ডার- ৫২)
ভারত:
প্রথম দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংস শুরুর আগে অনেকে ওয়েস্ট ইন্ডিজকে ধর্তব্যের মধ্যেই আনছিলেন না। কিন্তু ক্যারিবিয়ানরা দ্বিতীয় টেস্টের প্রথম দিনই লড়াই করার মানসিকতা দেখালেন। ইনিংসের শুরুটা ভাল না করলেও মিলল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত।
That’s Stumps on Day 1 of the 2nd Test.
Windies bat through a day of Test cricket in India. The reason for the majestic recovery has been down to the fine batting of Roston Chase. He’s closing in on another Test century
Windies 295/7 #INDvWI pic.twitter.com/Ob7C7AbaLz
— BCCI (@BCCI) October 12, 2018
রাজকোটের মতো হায়দরাবাদেও শুরুটা ভাল হয়নি ক্যারিবিয়ানদের। এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি ক্যারিবিয়ানদের। মধ্যাহ্নভোজনের বিরতির আগেই ৩ উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৯২ রানের মধ্যে তাঁরা খুইয়ে ফেলেন ৪ উইকেট। কিন্তু এরপরই শুরু হয় ঘুরে দাঁড়ানোর লড়াই। কার্যত একার হাতে ভারতীয় বোলারদের মোকাবিলা শুরু করেন রস্টন চেজ। পরে তিনি সঙ্গ পান অধিনায়ক হোল্ডারের। চেজ এবং হোল্ডার জুটি বেঁধে যোগ করেন ১০৪ রান। হোল্ডার আউট হন ৫২ রানে। চেজ অপরাজিত থাকেন ৯৮ রান করে। দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৭ উইকেটে ২৯৫ রান। চেজের সঙ্গে ২ রান করে অপরাজিত আছেন দেবেন্দ্র বিশু।
সুতরাং বলাই যায় শুরুটা ভারতের ভাল হলেও, দিনের শেষটা ভাল করলেন হোল্ডাররাই। প্রথম টেস্টে যে একপেশে খেলা হয়েছিল, দ্বিতীয় টেস্টে অন্তত তেমনটা হবে না তা বলাই যায়। এদিন ৭ উইকেট তুললেও ভারতের অস্বস্তির কারণ হয়ে থাকল অভিষেক ম্যাচ খেলতে আসা শার্দুল ঠাকুরের চোট। কুঁচকির চোটের জন্য যিনি মাত্র ১০টি বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন। শিরোনামে উঠে এল এক সমর্থকের মাঠে প্রবেশ করার ঘটনাও। মাঠে ঢুকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এক সমর্থক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.