Advertisement
Advertisement

Breaking News

India West Indies

‘ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বিনামূল্যে মদ’! সমর্থকের পোস্টের জবাবে কী বলল ক্যারিবিয়ান বোর্ড?

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ফলাফল এখন ১-১।

India Vs West Indies ODI: viral post of a fan draws applaud । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 31, 2023 9:05 pm
  • Updated:July 31, 2023 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফলাফল এখন ১-১। প্রথম ওয়ানডে জিতে নেওয়ার পরে দ্বিতীয় ওয়ানডেতে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা।

আর দ্বিতীয় ম্যাচের ফলাফল হওয়ার আগে এক ফ্যানের টুইটার পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে যায়। ম্যাচের শেষে ওয়েস্ট ইন্ডিজ জেতার পরে তার জবাব দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

Advertisement

[আরও পড়ুন: আমলা নিয়ন্ত্রণে অধ্যাদেশ, দিল্লি ‘দখলে’ মোদি সরকারের পাশেই কংগ্রেস নেতা]

সেই ভক্ত টুইটারে কী পোস্ট করেছিলেন? পোস্টে লেখা ছিল, ওয়েস্ট ইন্ডিজ জিতলে বিনামূল্যে মদ দেওয়া হবে। ক্রিকেটে ক্যারিবিয়ানদের অতীত গরিমা এখন আর নেই। পঞ্চাশ ওভারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। সার্বিক ভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গুণগত মান হ্রাস পেয়েছে। সেই কারণেই হয়তো সেই ভক্ত রেস্তরাঁর বোর্ডে লিখেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ জিতলে বিনামূল্যে মদ দেওয়া হবে। 

 

দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ওয়েস্ট ইন্ডিজ হারানোর পরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সেই ভক্তের পোস্টের জবাবে লিখেছে, ”ব্রিং দ্য রাম অ্যান্ড কাম।” উল্লেখ্য, চার বছর পরে ভারতের বিরুদ্ধে ওয়ানডে-তে জয় পায় ওয়েল্ট ইন্ডিজ। এর আগে দুই দল ন’টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল। প্রতিবারই হার মেনেছিল ওয়েস্ট ইন্ডিজ। 

 

তিন ম্যাচের সিরিজের ফলাফল এখন ১-১। মঙ্গলবার সিরিজ নির্ণায়ক ম্যাচ।

[আরও পড়ুন: মণিপুর ইস্যুতে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর, মমতা-শুভেন্দু বাগ্‌‌যুদ্ধে উত্তপ্ত বিধানসভা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement