Advertisement
Advertisement

Breaking News

শেষ টেস্টে জয়, একদিনের সিরিজে নামার আগে আত্মবিশ্বাসী কোহলিরা

ডারবানে মানসিকভাবে এগিয়ে বিরাটবাহিনীই৷

India Vs South Africa: Confident Virat & Co to face proteas in ODI series
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2018 8:47 pm
  • Updated:January 31, 2018 9:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোহানেসবার্গের জয় কি ভরসা জোগাচ্ছে বিরাট বাহিনীদের?  এটা ঘটনা, যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ভারত৷ কিন্তু, ওয়ান্ডারার্সে সিরিজে শেষ টেস্টে জয় ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তুলেছে৷ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কেপলার ওয়েলস বা ফ্যানি ডিভিলিয়ার্সরা পর্যন্ত স্বীকার করেছেন, টেস্ট সিরিজ ভারত জিতেও যেতে পারত। সুতরাং, চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতেও টেস্ট সিরিজে  ভারত যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে, তা পরিষ্কার৷

[সমর্থকদের বিক্ষোভ সামলাতে ইস্টবেঙ্গলের অনুশীলনে পুলিশ পিকেট]

Advertisement

টেস্ট সিরিজের পর এবার একদিনের সিরিজের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারত৷ বৃহস্পতিবার প্রথম ম্যাচ ডারবানে৷ এখন একদিনের ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অ্যালান ডোনাল্ডের দেশ৷ দু’নম্বরে ভারত৷ পয়েন্টের ব্যবধান মাত্র এক৷ তাই একদিন সিরিজে জিতলে পারলে, আইসিসি ক্রমতালিকায় একনম্বর উঠে আসবে বিরাট কোহলি অ্যান্ড কোং৷ আর এহেন গুরুত্বপূর্ণ সিরিজ শুরু আগেই কিছুটা স্বস্তিতে ভারত৷ কারণ, চোটের কারণে প্রথম তিনটে একদিনের ম্যাচ খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স৷ তাই ডারবানে প্রথম ম্যাচে  বিরাটরা যে মানসিকভাবে এগিয়ে থাকবেন, তা বলাই যায়৷ তবে দক্ষিণ আফ্রিকার বাকিরা কিন্তু কম যাননি৷ বেশ কয়েকজন ক্রিকেটার তো আইসিসি ক্রমতালিকায় বিশ্বের প্রথম দশ জনের মধ্যে পড়েন৷ তাই মানসিকতায় এগিয়ে থাকলেও,  ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি দক্ষিণ আফ্রিকাও৷

[ঘরের মাঠে সমর্থকদের বিক্ষোভের জের, আইজলকে কড়া শাস্তি ফেডারেশনের]

চলতি মরসুমে একদিনের ক্রিকেটে ভারতের পারফরম্যান্স নজরকাড়া৷ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারলেও, টুর্নামেন্টে যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছিলেন বিরাট কোহলিরা৷ আগামী বছর ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপ৷  তার আগে এখন একদিনের দলটাকে সাজিয়ে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ তাই সেদিক থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

দেখুন ভিডিও-

[বাংলার ঈশানের পেসে ছারখার পাকিস্তান, ঘরের ছেলের জন্য গর্বিত চন্দননগর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement