Advertisement
Advertisement
India vs Pakistan

বৃষ্টিতে ভেস্তে গেল মহিলাদের ভারত-পাক এমার্জিং কাপের ম্যাচ, শেষ চারে পৌঁছে গেল দুই দলই

লিগ পর্বের ১২টির মধ্যে ৭টি ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।

India vs Pakistan Women's Emerging Asia Cup match abandoned due to rain । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 17, 2023 3:08 pm
  • Updated:June 17, 2023 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে (Emerging Cup) ভারত ও পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল। বৃষ্টির জন্য খেলা না হলেও ভারত ও পাকিস্তান কিন্তু পৌঁছে গেল সেমিফাইনালে। ভারতীয় সময় সকাল এগারোটায় ভারত-পাক ম্যাচের বল গড়ানোর কথা ছিল। কিন্তু মন্দ আবহাওয়ার জন্য খেলাই হল না।

ভারতের মহিলা (India Women’s Team) দলের আগের ম্যাচটিও বৃষ্টির জন্য খেলা হয়নি। নেপালের বিরুদ্ধে ছিল সেই খেলা। হংকং-কে হারিয়েছিল ভারতের মেয়েরা। ফলে ২ ম্যাচে ভারতের সংগ্রহ ছিল ৩ পয়েন্ট। পাকিস্তানের অবস্থাও একই। সমসংখ্যক ম্যাচ থেকে তাদেরও সংগ্রহ ৩ পয়েন্ট। এদিনের ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হওয়ার ফলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে। ফলে লিগ পর্বের শেষে ভারত ও পাকিস্তানের পয়েন্ট ৪। গ্রুপ এ-তে সবার উপরে ভারতের মেয়েরা। পাকিস্তান দ্বিতীয় স্থানে।

Advertisement

[আরও পড়ুন:৫৪৬ রান! টেস্টে শতাব্দীর সবচেয়ে বড় জয় বাংলাদেশের, ইতিহাসে লিটনরা]

 

শেষ চারের লড়াইয়ে ভারতের সামনে শ্রীলঙ্কার মহিলা দল। সেমিফাইনালের অপর ম্যাচে পাকিস্তানকে খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। এর আগে ভারতের মহিলা দল হংকং-কে ৯ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছিল এমার্জিং কাপে। ৬ ওভারে ৩৫ রান তাড়া করে জিতেছিল ভারত। ঘটনা হল, বৃষ্টির জন্য অধিকাংশ ম্যাচই পরিত্যক্ত হয়েছে।

লিগ পর্বের ১২টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। যেভাবে বৃষ্টিতে ভেসে যাচ্ছে একের পর এক ম্যাচ, তাতে অনেকেই আশঙ্কিত সেমিফাইনালের বল গড়াবে তো? পুরো ম্যাচ খেলা হবে তো?

[আরও পড়ুন: মেসি নাকি হালান্ড, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে কে? বেছে নিলেন রোনাল্ডো]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement