ভারত- ৫৫৭/৫ ডিক্লেয়ার (বিরাট ২১১, রাহানে ১৮৮)
নিউজিল্যান্ড- ২৮/০
দ্বিতীয় দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কোথাও হারিয়ে যাইনি৷ যেখানে ছিলাম, সেখানেই আছি৷” টেস্টে দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরির পর হোলকার স্টেডিয়ামের বাইশ গজে এই কথাটাই যেন বলে গেল বিরাট কোহলির হাতের ব্যাটটা৷ পাশে দাঁড়িয়ে মুচকি হেসে রাহানের ব্যাটটি কানে কানে যেন জানিয়ে দিল, “চালিয়ে যাও ক্যাপ্টেন, সঙ্গে আছি৷”
কানপুরে প্রথম টেস্টে একেবারেই চেনা ফর্মে পাওয়া যায়নি কোহলিকে৷ প্রশ্ন উঠেছিল, তবে কি নেতৃত্বের চাপে রান পাচ্ছেন না তিনি? ইডেনের দ্বিতীয় ইনিংস থেকেই সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করেছিলেন দিল্লির তরুণ তুর্কি৷ ইন্দোরে সেই প্রশ্নকে স্ট্রেট সেটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন৷ প্রথম দিন ঠিক যে গতিতে খেলছিল দল, দ্বিতীয় দিনও তার ব্যতিক্রম ঘটল না৷
এদিন জিতন প্যাটেলের বলে ২১১ রানে থামল কোহলির বিরাট ইনিংস৷ চলতি বছরই জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়ে ছিলেন৷ এবার দেশের মাটিতে দাপুটে কোহলির দেখা মিলল৷ আর সেই সঙ্গে তৈরি হল নয়া রেকর্ড৷ এর আগে কোনও ভারতীয় অধিনায়ক টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করেননি৷ কোহলির যোগ্য সঙ্গী হয়ে উঠলেন অজিঙ্ক রাহানে৷ তাঁদের পার্টনারশিপেই কুপকাত বোল্ট, হেনরি, স্যান্টনাররা৷ তাঁদের উইকেট তুলে নেওয়ার পরও অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলা হল না সফরকারীদের৷ কারণ তখনও রোহিত শো যে বাকি ছিল৷ দিনের শেষে ৫১রানে অপরাজিত থাকলেন তিনি৷ তাঁর সঙ্গে রয়েছেন জাদেজা (১৭*)৷ কিউয়িদের সামনে প্রথম ইনিংসেই রানের পাহাড় তৈরি করে ফেলল টিম ইন্ডিয়া৷ সব কিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের ব্রাউনওয়াশ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.