Advertisement
Advertisement

কোটলার ভুল মোহালিতে নয়, কিউয়িদের হারাতে প্রস্তুত ধোনিবাহিনী

চলতি সিরিজে এই প্রথম কিছুটা চাপমুক্ত হয়ে নামতে পারবে নিউজিল্যান্ড৷

India vs NewZealand 3nd ODI preview
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 9:40 am
  • Updated:October 23, 2016 9:44 am  

আলাপন সাহা, চণ্ডীগড়: কোকাবুরাটা কালো টিনের সাইটস্ক্রিনে লাগতেই শব্দটা গোটা আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ছড়িয়ে পড়ল৷

বিরাট কোহলিরা অনেকক্ষণ আগেই ড্রেসিংরুমে৷ নেট বোলাররা গেটোরেটের বোতলে চুমুক দিতে দিতে যে যার মতো চেয়ারে গা এলিয়ে দিয়েছেন৷ হঠাত্‍ ওই শব্দ! সবার দৃষ্টি চলে গেল নেটে৷ মহেন্দ্র সিং ধোনি তখনও একের পর বল উড়িয়ে চলেছেন৷ কোটলাতে ম্যাচ শেষ করে আসতে না পারার কারণে ‘ফিনিশার ধোনি’র নামের পাশে ফের বড়সড় প্রশ্নচিহ্ন৷ সমালোচকরা আবার দাঁত-নখ বের করতে শুরু করে দিয়েছেন৷ রাগ, ক্ষোভ সব নেটেই উগরে দিচ্ছিলেন কি না কে জানে!

Advertisement

মোহালির রাস্তায় এখন দিওয়ালি সেল৷ উৎসবের প্রস্তুতি৷ তার মধ্যেই ঢুকে পড়েছে আর এক উৎসব৷ ক্রিকেট-উৎসব৷ ধোনি-বিরাটরা মোহালির হোটেলে পা রাখতেই ছিল জমকালো অভ্যর্থনা৷ পাঞ্জাবি গানের সঙ্গে নাচ৷ তবে এসবের মধ্যেও মনের ভিতরে একটা খচখচানি থেকেই গিয়েছে৷ কোটলার হার ধোনিদের কিছুটা হলেও যে চাপে ফেলেছে, বুঝতে ক্রিকেট পণ্ডিত হতে হবে না৷ তবু বিরাটরা হাসি-খুশি থাকার চেষ্টা করে গেলেন৷

ধোনি কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্র্যাকটিসে ঢোকার সময় বেশ  কয়েকজনের চিৎকার৷ হাসলেন ধোনি৷ সবটাই বাইরের ব্যাপার৷ আদতে যে চাপে রয়েছেন, তাঁর প্রাণহীন ওই হাসিতেই স্পষ্ট৷ তিনশো-চারশো নয়, ২৪২ তাড়া করে জেতা যায়নি! এদিকে, দিল্লি ম্যাচের মতোই সুরেশ রায়না মোহালিতেও নেই৷ টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, রায়নার সুস্থ হতে আরও একটু সময় লাগবে৷ কোটলাতে হাতে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা৷ যদিও তাঁকে নিয়ে চিন্তা নেই৷ বুমরা-উমেশরা নিজেদের আরও একটু ঝলিয়ে নিলেন৷ হার্দিক পাণ্ডিয়া আবার নেটে নেই৷ মিডিয়ার ম্যানেজার জানিয়ে দিলেন, অপশনাল প্র্যাকটিস৷ তাই আসেননি৷ যুবরাজ বা হরভজনরা নেই৷ ঘরের ছেলে বলতে সবেধন নীলমণি ওই মনদীপ সিং-ই৷ রবিবার তাঁরও খেলার সম্ভাবনা নেই৷ কোটলার দলের বাইরে হাঁটবেন না ধোনি৷

চলতি সিরিজে এই প্রথম কিছুটা চাপমুক্ত হয়ে নামতে পারবে নিউজিল্যান্ড৷ দলের সেরা ব্যাট কেন উইলিয়ামসন রানের মধ্যে ফিরেছেন৷ বোল্টকে বিশ্রাম দেওয়া নাকি মারাত্মক কাজে দিয়েছে৷ শোনা যাচ্ছে, মোহালির উইকেট থেকে বিকেলের পর কিছুটা সুবিধা পাবেন পেসাররা৷ সেরকম হলে বোল্টদের সুবিধা৷ কোটলার ভুল আর এখানে নয়৷ পরের ম্যাচ ধোনির নিজের ডেরায়৷ মোহালি জিতেই রাঁচিতে পা রাখতে চান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement