Advertisement
Advertisement

ঘরের ছেলের বিরাট রান দেখার প্রত্যাশায় দিল্লিবাসী

টিমে বদল আসার সম্ভাবনা কম৷

India vs NewZealand 2nd ODI preview
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 12:29 pm
  • Updated:October 20, 2016 12:29 pm  

আলাপন সাহা, নয়াদিল্লি: ১৯টির মধ্যে ১২টি একদিনের ম্যাচে জয়৷ নিউজিল্যান্ডকে দু’টোতেই হারানো৷ রোহিত শর্মা মাইল স্টোনের সামনে দাঁড়িয়ে৷ বিরাটের শহরে দেড়শো একদিনের ম্যাচে নামবেন মুম্বইকর৷ কোটলা জুড়ে এমনই হাজার একটা স্ট্যাটের কচকচানি৷ টিম ইন্ডিয়া অবশ্য ওসব নিয়ে ভাবছে না৷ নেটে ধোনি-বিরাটরা একের পর এক বল ওড়াচ্ছেন৷ কোটলায় সাউদিদের ওড়ানোর প্রস্তুতি৷

কোটলায় কি পেসারদের বাড়-বাড়ন্ত? সেটা ভেবেও অবশ্য নিউজিল্যান্ড শিবিরের আহ্লাদে গলে যাওয়ার কিছু হয়নি৷ অশ্বিন, উমেশ, পাণ্ডিয়ারা যে ফর্মে রয়েছেন, তাতে কিউয়িদের স্বস্তিতে থাকার জো নেই৷ দলের সেরা ব্যাটসম্যান উইলিয়ামসন রান করতে পারছেন না৷ গুপ্তিল সেই যে ফর্ম হারিয়েছেন, কবে ফিরে পাবেন, নিজেও জানেন না৷ রস টেলরদেরও একই অবস্থা৷ এত সবের মাঝে আবার ধরমশালায় বোল্টকে বসিয়ে রাখার ঝুঁকি নেওয়া হয়েছিল৷ দিল্লিতে যে সে’সব হবে না, তা বলে দেওয়াই যায়৷

Advertisement

একদিনের ব়্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড এখনও বিরাটদের থেকে একধাপ উপরে৷ কিন্তু ওসব দিয়ে বিচার করতে গেলে মুশকিল৷ উল্টোদিকে ভারতীয় দলের মুড ধোনির মতো৷ বিলকুল টেনশন ফ্রি৷ হাতে হাফডজন প্রথম একাদশের ক্রিকেটার নেই, তাতেও ড্যাং ড্যাং করে ম্যাচ বের করে নিতে অসুবিধা হচ্ছে না৷ তবে ধরমশালার মতো দিল্লিতেও শিশির বড় ফ্যাক্টর হতে পারে৷ দুপুরের দিকে গরম থাকলেও সন্ধে নামতেই বেশ ঠান্ডা৷ ধোনি টসে জিতলে এখানেও যে আগে ফিল্ডিং করে নেবেন, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়৷

টিমে বদল আসার সম্ভাবনা কম৷ সুরেশ  রায়না জ্বর সারিয়ে উঠে প্র্যাকটিস করলেও, পুরোপুরি সুস্থ নন৷ উমেশের সঙ্গেই বোলিং ওপেন করবেন হার্দিক৷ শিখর, ইশান্তরা নেই৷ ঘরের ছেলে বলতে বিরাট কোহলি৷ অবশ্য অমিত মিশ্র থাকলেও তাঁকে নিয়ে সেই বাড়াবাড়ি নেই৷ করবাচৌথের পরেই ঘরের ছেলে কোহলির বিরাট রান দেখতে মুখিয়ে রয়েছে দিল্লিবাসী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement