Advertisement
Advertisement

৫০০তম টেস্ট জয় এখন শুধুই সময়ের অপেক্ষা

সৌজন্যে সেই রবিচন্দ্রন অশ্বিন৷ তাঁর স্পিনেই দ্বিতীয় ইনিংসের শুরুতেই মুখ থুবড়ে পড়ল নিউজিল্যান্ডের টপ ব্যাটিং অর্ডার৷

India vs New Zealand day 4 result, India is in control
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2016 6:49 pm
  • Updated:September 25, 2016 6:54 pm  

ভারত – ৩১৮ ও ৩৭৭/৫(ডিক্লেয়ার)

নিউজিল্যান্ড – ২৬২ ও ৯৩/৪

Advertisement

চতুর্থ দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে ৫০০তম টেস্ট ম্যাচে বিরাটবাহিনীর জয় যে শুধু সময়ের অপেক্ষা, তা অতি বড় নিউজিল্যান্ড সমর্থকও মেনে নিচ্ছেন৷ চতুর্থ দিন হাসি মুখেই কানপুরের স্টেডিয়াম ছাড়লেন দর্শকরা৷ শেষ দিন মাঠে নামার আগে ভারতীয় ড্রেসিং রুমও রইল চনমনে মেজাজেই৷ সৌজন্যে সেই রবিচন্দ্রন অশ্বিন৷ তাঁর স্পিনেই দ্বিতীয় ইনিংসের শুরুতেই মুখ থুবড়ে পড়ল নিউজিল্যান্ডের টপ ব্যাটিং অর্ডার৷ আর এরই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে সবচেয়ে তাড়াতাড়ি টেস্টে ২০০টি উইকেট নেওয়ারও রেকর্ড গড়লেন তিনি (৩৭টি টেস্টে)৷

শনিবার চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়ের ব্যাটে ভর করে ভাল জায়গাতেই ছিল টিম ইন্ডিয়া৷ এদিন শুরুতেও সেই পারফরম্যান্সই ধরে রাখতে সফল হন পূজারা (৭৬) ও বিজয় (৭৮)৷ তবে প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ ক্যাপ্টেন কোহলি৷ তবে কি নেতৃত্বের প্রভাব তাঁর ব্যাটে পড়তে শুরু করেছে? বিশেষজ্ঞদের অবশ্য ধারণা, এটা বিরাটের সাময়িক ব্যর্থতা৷ এখনও অনেকগুলো ম্যাচ বাকি৷ শীঘ্রই নিজের চেনা ছন্দে দেখা যাবে কোহলিকে৷ ১৮ রান করে অধিনায়ক প্যাভিলিয়নে ফিরলে ব্যাটন ধরেন রাহানে (৪০) ও রোহিত শর্মা৷ অপরাজিত ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দেন রোহিত৷ রাহানের পর তাঁকে সঙ্গ দিলেন জাদেজা (৫০*)৷

ভারতের দু’টি ইনিংসের দিকে তাকালে স্পষ্ট দেখা যাবে, মূলত দুই ক্রিকেটারের উপর ভর করেই উইলিয়ামসনদের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে জয় আসতে চলেছে৷ তাঁরা অবশ্যই জাদেজা ও অশ্বিন৷ কারণ বলের পাশাপাশি ব্যাট হাতেও তাঁরা সফল৷ ব্যাটিংয়ের কাজটা তৃতীয় দিনের অনেকটা সময় বাকি থাকতেই সেরে রাখলেন বিরাটরা৷ কিউয়িদের অলআউট করার জন্য হাতে দেড় দিন মতো সময় রাখলেন৷ যেমন ভাবনা তেমন কাজ৷ এদিন শুরুতেই তিনটে উইকেট তুলে নিয়ে বিপক্ষকে জোর ধাক্কা দিলেন ভারতীয় অফ-স্পিনার অশ্বিন৷ অশ্বিনের আগে সবচেয়ে দ্রুত ২০০টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অজি বোলার ক্ল্যারি গ্রিমেথের (৩৬টি টেস্টে)৷ চতুর্থ দিনের শেষে চার উইকেট খুইয়ে বেশ বিপাকে নিউজিল্যান্ড৷

স্কোরবোর্ড বলছে, প্রথম দিন ভারতীয় শিবিরের আকাশে যে কালো মেঘ ঘনিয়ে ছিল, চতুর্থ দিন তা অনেকটাই কেটে গিয়েছে৷ এবার ৫০০তম টেস্ট জিতে গ্র্যান্ড সেলিব্রেশনের অপেক্ষায় টিম ইন্ডিয়া৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement