Advertisement
Advertisement

Breaking News

প্রথমদিনই ন’উইকেট খুইয়ে চাপে বিরাটরা

কিন্তু প্রথম দিনের শেষে যা হিসেব দাঁড়াল, তাতে এখনই জয়ের কথা ভাবা যাবে না৷ কানপুরের উইকেটে টস জেতাটা খুব জরুরি ছিল৷

India vs New Zealand day 1 result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 6:41 pm
  • Updated:September 22, 2016 6:41 pm  

ভারত- ২৯১/৯ (পূজারা ৬২, বিজয় ৬৫)

নিউজিল্যান্ড- ব্যাট করেনি

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার ৫০০তম টেস্টের শুরুটা কি ভাল হল? প্রথম দিনের রিপোর্ট কার্ড দেখে তেমনটা কিন্তু বলা যাচ্ছে না৷ শুরুটা নিঃসন্দেহে ভালই করেছিলেন চেতেশ্বর পূজারারা৷ কিন্তু ওপেনার মুরলী বিজয় আউট হওয়ার পরই বিপত্তি ঘটল৷

৫০০তম টেস্ট জিতে সেলিব্রেশনের প্ল্যান করে রেখেছেন বিরাটরা৷ কিন্তু প্রথম দিনের শেষে যা হিসেব দাঁড়াল, তাতে এখনই জয়ের কথা ভাবা যাবে না৷ কানপুরের উইকেটে টস জেতাটা খুব জরুরি ছিল৷ কারণ, শুরুর দিকে রান করতে সমস্যা না হলেও, পরের দিকে বল প্রচুর ঘুরবে৷ তাই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেন ক্যাপ্টেন কোহলি৷ ওপেনার হিসেবে রাহুল তেমন দাগ কাটতে পারলেন না৷ বল একটু বেশি বাউন্স করল৷ সেটা ম্যানেজ করতে পারলেন না কর্নাটকের এই ওপেনার৷ ৩২ রানে তিনি ফিরে গেলে দলের হাল ধরেন পূজারা (৬২) ও বিজয় (৬৫)৷ কিন্তু সেখানেই কার্যত শেষ৷ বোল্ট (৩ উইকেট) ও স্যান্টনারের (৩ উইকেট) ঝোড়ো বোলিংয়ের সামনে তছনছ হয়ে গেল ভারতীয় মিডল অর্ডার৷ একে একে ফিরে গেলেন কোহলি, রাহানে, রোহিত শর্মারা৷ দলকে খাদ থেকে খানিকটা টেনে তোলেন অশ্বিন (৪০)৷ ৩০০ রানের গণ্ডি না পেরোতেই ন’টি উইকেট খোয়ালো টিম ইন্ডিয়া৷

 

India's Cheteshwar Pujara, right, shakes hand with Murali Vijay after Vijay made half century against New Zealand during their first test match in Kanpur, India , Thursday, Sept. 22, 2016. (AP Photo/ Tsering Topgyal)

এবার ভারতীয় বোলারদের পালা৷ ঘরের মাঠে ছক বদলে চার বোলারে নেমেছেন বিরাট৷ দুই পেসারের সঙ্গে অশ্বিন আর জাদেজা৷ বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজে জাদেজা ভাল বল করেছেন৷ তবে বিরাটদের আসল বাজি যে অশ্বিন, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়৷ আর উইকেটের যা চরিত্র, তাতে অশ্বিনকে খেলতে উইলিয়ামসনদের সমস্যায় পড়তে হবে বলেই ধারণা বিশেষজ্ঞমহলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement