Advertisement
Advertisement

Breaking News

পুজোর আগেই ইডেনে টেস্ট খেলবে ভারত

ইডেন পেয়েছে একটি টেস্ট৷ তবে দুর্গা পুজোর জন্য ইডেন ম্যাচের দিন পরিবর্তন হয়েছে৷ মঙ্গলবার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে বিসিসিআই৷ তৃতীয় তথা শেষ টেস্টটি হওয়ার কথা ছিল কলকাতায়৷ তবে পরে তা বদলে দ্বিতীয় টেস্ট পায় ইডেন৷

India vs New Zealand: BCCI Release Schedule
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 7:49 pm
  • Updated:June 28, 2016 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে সেপ্টেম্বরে ভারত সফরে আসছে নিউজিল্যান্ড৷ ইন্দৌরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার টেস্ট ম্যাচের আসর বসতে চলেছে৷ ৮ অক্টোবর কিউয়িদের বিরুদ্ধে ইন্দৌরে তৃতীয় টেস্ট খেলবেন বিরাট কোহলিরা৷

ইডেন পেয়েছে একটি টেস্ট৷ তবে দুর্গা পুজোর জন্য ইডেন ম্যাচের দিন পরিবর্তন হয়েছে৷ মঙ্গলবার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে বিসিসিআই৷ তৃতীয় তথা শেষ টেস্টটি হওয়ার কথা ছিল কলকাতায়৷ তবে পরে তা বদলে দ্বিতীয় টেস্ট পায় ইডেন৷ যা শুরু ৩০ সেপ্টেম্বর৷ প্রথম টেস্ট হবে কানপুরে৷ এই টেস্ট সিরিজই গোলাপি বলে হওয়ার কথা ছিল৷ তবে নিউজিল্যান্ড এখনও পর্যন্ত রাজি না হওয়ায় পুরনো ফরম্যাটেই ম্যাচগুলি হবে বলে খবর৷ ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই বিরাটদের দায়িত্ব সামলাবেন টিম ইন্ডিয়ার নব নিযুক্ত কোচ অনিল কুম্বলে৷ তারপর ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ‘কোচ’ কুম্বলের৷

Advertisement

১৬ অক্টোবর শুরু হবে একদিনের সিরিজ৷ ধরমশালা, দিল্লি, মোহালি, রাঁচি ও বিশাখাপত্তনমে মুখোমুখি হবে দুই দল৷ এক নজরে দেখে নিন ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট ও ওয়ানডে সূচি৷

ভারত বনাম নিউজিল্যান্ড
প্রথম টেস্ট – সেপ্টেম্বর ২২-২৬ (কানপুর)
দ্বিতীয় টেস্ট – সেপ্টেম্বর ৩০- অক্টোবর ৪ (কলকাতা)
তৃতীয় টেস্ট – অক্টোবর ৮-১২ (ইন্দৌর)
প্রথম ওয়ানডে – ১৬ অক্টোবর (ধরমশালা)
দ্বিতীয় ওয়ানডে – ১৯ অক্টোবর (দিল্লি)
তৃতীয় ওয়ানডে – ২৩ অক্টোবর (মোহালি)
চতুর্থ ওয়ানডে – ২৬ অক্টোবর (রাঁচি)
পঞ্চম ওয়ানডে – ২৯ অক্টোবর (বিশাখাপত্তনম)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement