Advertisement
Advertisement

Breaking News

ভুবির দুরন্ত পেসে ম্যাচের রাশ ভারতের হাতে

এদিন উইলিয়ামসনদের ব্যাকফুটে ঠেলে দেওয়ার কারিগর ভুবনেশ্বর কুমার৷ পাঁচ-পাঁচটি উইকেট ঝুলিতে ভরলেন৷

India vs New Zealand 2nd test at eden: day 2 result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2016 7:10 pm
  • Updated:October 1, 2016 7:12 pm  

ভারত – ৩১৬

নিউজিল্যান্ড – ১২৮/৭

Advertisement

দ্বিতীয় দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ঘরের মাঠে নিজেকে উজাড় করে দিলেন ঋদ্ধিমান সাহা৷ একইসঙ্গে তাঁর দুরন্ত ব্যাটিংয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া৷ শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩১৬ রানে৷ জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো বিপাকে কিউয়ি শিবির৷

প্রথমদিন তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার সেই চাপা হতাশা দ্বিতীয় দিন প্রায় পুরোটাই কাটিয়ে উঠতে সফল বিরাটরা৷ হাজার দশেক দর্শক গ্যালারি ভরিয়েছিলেন শনিবার সকালে৷ তাঁদের প্রাপ্তি ঋদ্ধির দুরন্ত ব্যাটিং৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর তাঁর ব্যাটিং মনোভাবটাই পাল্টে গিয়েছে তাঁর৷ তাঁর অপরাজিত ৫৪ রানের উপর ভর করেই ভারত নিজেদের লক্ষ্যে কার্যত পৌঁছে গিয়েছে৷ প্রথম ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে সামলাতে হিমশিম খেয়েছিলেন কিউয়ি ব্যাটসম্যানদের৷ এদিন উইলিয়ামসনদের ব্যাকফুটে ঠেলে দেওয়ার কারিগর ভুবনেশ্বর কুমার৷ পাঁচ-পাঁচটি উইকেট ঝুলিতে ভরলেন৷ একটি উইকেট নিলেন মহম্মদ সামিও৷ ইডেনের উইকেট নিয়ে নানা সমালোচনা হয়েছে৷ কিন্তু উইকেটে এখনও যে বাউন্স আছে, তা এদিনই বুঝতে সমস্যা হল না৷

টেলর (৩৬) ও রঞ্চি (৩৫) ছাড়া কেউই টিকতে পারলেন না৷ ভারতের ভাবনায় রয়েছে যত দ্রুত সম্ভব কিউয়িদের ইনিংস খতম করে দেওয়া৷ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর দেখলে কিউয়িদের ফলো অন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ইডেনেই সিরিজের ফয়সালা করে নিতে চাইছে টিম ইন্ডিয়া৷ দুর্গোৎসবের আগে বাঙালিদের জয় উপহার দিয়েই কলকাতা ছাড়তে চান বিরাটরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement