সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে ধস নেমেছে। প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করলেও লর্ডসে চূড়ান্ত ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলিও। তবে এর মধ্যেও একটি খবর সান্ত্বনা দিচ্ছে তাঁকে। কারণ ২০১৮ সালে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ স্কোরারের পাশে রয়েছে তাঁরই নাম।
এজবাস্টনে ১৪৯ ও ৫১ রান করে একাই টিম ইন্ডিয়ার মুখ রক্ষা করেছিলেন ক্যাপ্টেন কোহলি। দল হারলেও তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। খোদ মহেন্দ্র সিং ধোনিও বলেছিলেন, কোহলি প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছেন। আর লর্ডসের প্রথম ইনিংসে ২৩ রান করার পরই তাঁর মুকুটে নয়া পালক যুক্ত হল। এক ক্যালেন্ডার ইয়ারে ১৪০৪ রান ঝুলিতে ভরেছেন তিনি। পিছনে ফেলে দিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকেও। যাঁর রানের সংখ্যা ১৩৮৯। সর্বোচ্চ রান প্রাপকদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। এক ক্যালেন্ডার ইয়ারে ১০৫৫ রান ধাওয়ানের। এজবাস্টনে ব্যর্থ হওয়ায় লর্ডস টেস্টে বাদ দেওয়া হয়েছে ধাওয়ানকে। তবে লোকেশ রাহুলকে প্রথম একাদশে রেখে ধাওয়ানকে বসানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্কও শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রশ্ন উঠেছে কোহলির নেতৃত্ব নিয়েও। ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের দাবি, ধাওয়ানের আরও একবার সুযোগ পাওয়া উচিত ছিল। কারণ রাহুলও ক্রিজে নিজেকে প্রমাণ করতে পারেননি। ধাওয়ানের পরিবর্তে দলে যোগ দেওয়া চেতেশ্বর পুজারাও অবশ্য প্রথম ইনিংসে ব্যর্থ।
এদিকে এক ক্যালেন্ডার ইয়ারে তৃতীয় সর্বোচ্চ রান প্রাপক ইংল্যান্ড অধিনায়ক জো রুট। বার্মিংহাম টেস্টে দুই ইনিংসে ৮০ এবং ১৪ রান করেছিলেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে তাঁর রান ১৩৩৮। তবে এই তালিকায় প্রথম পাঁচের সেরা চমক ফখর জামান। প্রথম পাক ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে-তে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়েছিলেন তিনি। সেই ফখর ১১৮১ রান ঝুলিতে ভরে জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তবে বিরাট ও ধাওয়ান ছাড়া প্রথম দশে ঠাঁই হয়নি আর কোনও ভারতীয়র। রোহিত শর্মা রয়েছেন একাদশ স্থানে। তাঁর সংগ্রহ ৮৪১ রান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.