Advertisement
Advertisement

Breaking News

আগের হার মাথায় নেই, বলছেন বিরাট

এই সিরিজে ডিআরএস রয়েছে৷

India vs England first test preview at Rajkot
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2016 2:45 pm
  • Updated:November 8, 2016 2:45 pm  

আলাপন সাহা, রাজকোট: নতুন স্টেডিয়াম৷ তবে একেবারে নতুন নয়৷ তিন বছর আগে রাজকোটের এই স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচ হয়েছিল৷ তবে রাজকোটে টেস্ট এই প্রথম৷

ক্রিকেট নিয়ে শহরবাসীর উৎসাহ খুব একটা কম নয়৷ হাজার তিরিশেক লোক ধরে রাজকোটের নতুন স্টেডিয়ামে৷ যা বুধবার থেকে ভরে যাবে বলে স্থানীয় ক্রিকেট কর্তাদের ধারণা৷ সকাল সাড়ে ন’টা নাগাদ ভারতীয় দল প্র্যাকটিসে এল৷ প্র্যাকটিসের ফাঁকে বিরাট কোহলি এলেন মিডিয়ার সামনে৷ বললেন, “অনেকদিন পর ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড৷ আমরা ভাল করার চেষ্টা করব৷” টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিরাটরা এখন এক নম্বরে৷ এদিন তিনি বলছিলেন, “ওয়েস্ট ইন্ডিজে খেলে আসার পর থেকে জানতাম দেশে পর পর তিনটি কঠিন সিরিজ খেলতে হবে৷ আমরা প্রস্তুত৷” নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হয়ে গিয়েছে৷ এবার ইংল্যান্ড৷ তারপর অস্ট্রেলিয়া৷ মাঝখানে অবশ্য বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট ম্যাচ খেলার কথাও রয়েছে হায়দরাবাদে৷ বিরাট বলছিলেন, “আমরা ইংল্যান্ডের কাছে আগেরবার হেরেছি৷ কিন্তু তা নিয়ে ভাবছি না৷ আমাদের এই দল শুধু সামনে তাকায়৷ পিছনে নয়৷”

Advertisement

এখানে টেস্টের ফাঁকে সংবর্ধনা দেওয়া হবে দিলীপ দোশি, ধীরাজ পারসানা, কারসন ঘাউড়ির মতো দেশের হয়ে খেলা প্রাক্তনদের৷ সেই সঙ্গে সংবর্ধিত হবেন বর্তমান দলের দুই ক্রিকেটার চেতেশ্বর পুজারা ও রবীন্দ্র জাদেজাও৷ এরাও রাজকোটেরই বাসিন্দা৷ এমনিতে ভারতীয় দলের প্রথম এগারো নিয়ে খুব বেশি ভাবার ব্যাপার নেই৷ তবে করুণ নায়ার নাকি হার্দিক পাণ্ডিয়া–এই নিয়ে আলোচনা চলছে৷ আর স্পিনে ভারত নিশ্চিতভাবে টেক্কা দেবে ইংল্যান্ডকে৷ বিরাটের দলে অশ্বিন, অমিত মিশ্র ও জাদেজার মতো স্পিনার রয়েছেন৷ তবে বিরাট বলছিলেন, তাঁরা পাঁচ বোলারে খেলবেন নাকি চার বোলারে, তা এখনও ভাবেননি৷

এই সিরিজে ডিআরএস রয়েছে৷ যা নিয়ে প্রচুর চর্চাও চলছে৷ আগেরদিন রাহানে বলেছেন, এ জন্য উইকেটকিপার ও স্লিপ ফিল্ডারদের অনেক দায়িত্ব থাকছে৷ তাঁরাই পারবেন অধিনায়ক ও বোলারকে যথাযথ তথ্য জোগাতে৷ ইংল্যান্ড ক্রিকেটাররাও ডিআরএস নিয়ে সতর্ক৷ কোথায় রিভিউয়ের আবেদন করবেন বা করবেন না, সেটা বুঝেশুনে ঠিক করতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement