Advertisement
Advertisement

কোহলিদের দুর্বল ফিল্ডিংয়ের জেরে রানের পাহাড়ে কুকবাহিনী

আর ইংল্যান্ডের থ্রি-মাসকেটিয়ার্সের সেঞ্চুরিতেই কোহলিদের সামনে রানের বিরাট পাহাড় তৈরি হল৷

India vs England first test day 2 result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 6:08 pm
  • Updated:November 10, 2016 6:08 pm  

ইংল্যান্ড: ৫৩৭ (রুট-১২৪, মঈন-১১৭, স্টোকস-১২৮) 

ভারত: ৬৩/০

Advertisement

দ্বিতীয় দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে পুরনো ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছে মোদি সরকার৷ দেশবাসীর ভরসা ১০০-র নোট৷ ৫০০ সংখ্যা দেখলেই ভয় পাচ্ছেন তাঁরা৷ আর সেই ভয় এবার আরও একটু বাড়িয়ে দিল ইংল্যান্ড৷ ভারতীয় ক্রিকেটারদের রাতের ঘুম উড়িয়ে দিয়ে অনায়াসে সেই ‘ভয়ংকর’ ৫০০ সংখ্যাটি পেরিয়ে গেল কুক অ্যান্ড কোম্পানি৷

রাজকোটের ব্যাটিং পিচে প্রথম দিন ভেলকি দেখিয়ে ছিলেন জো রুট এবং মঈন আলি৷ দ্বিতীয় দিনের শুরুতেই মঈনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে মহম্মদ শামি একটু যে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে যাবেন, তা আর হতে দিলেন না বেন স্টোকস৷ ব্যাট হাতে ক্রিজে জাঁকিয়ে বসেন তিনি৷ আর ইংল্যান্ডের থ্রি-মাসকেটিয়ার্সের সেঞ্চুরিতেই কোহলিদের সামনে রানের বিরাট পাহাড় তৈরি হল৷

ঘরের মাটিতে বিরাটবাহিনী ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের কী হাল করেছিল, তা ইংল্যান্ড বেশ ভালভাবেই জানে৷ তাই আটঘাট বেঁধেই ভারত সফরে এসেছেন কুকরা৷ রুট, স্টোকস, আলিদের ব্যাট অন্তত তেমন কথাই বলছে৷ শেষবার বছর চারেক আগে ইডেনে ৫০০ রানের গণ্ডি টপকেছিল ইংল্যান্ড৷ এবার রাজকোটে আয়োজিত প্রথম টেস্টকেও স্মরণীয় করে তুললেন স্টোকসরা৷ লম্বা রানের ইনিংস খেলে দলকে ৫১৭ রানে পৌঁছে দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন স্টোকস৷ সৌজন্যে ভারতীয় দলের লজ্জাজনক ফিল্ডিং৷ ক্যাপ্টেন কোহলির অতি সক্রিয়তায় ক্যাচ আউট হওয়া থেকেও রক্ষা পেয়ে গেলেন ৬ নম্বরে ব্যাট করতে নামা স্টোকস৷ আর সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে তিন ইনিংসের তিনটেতেই শূন্য রান করার হতাশাজনক স্মৃতিও মুছে ফেললেন তিনি৷

অশ্বিন, জাদেজারা যতক্ষণে ইংল্যান্ডকে অল-আউট করলেন, তখন কুকের ঠোঁটে চওড়া হাসি৷ অবশ্য শুধু তাঁদের ঘাড়ে দোষ চাপিয়েও লাভ নেই৷ ফিল্ডিংয়ের এই হাল হলে যে কোনও দলের বোলাররাই বিরক্ত হয়ে যাবেন৷ জাদেজার ঝুলিতে এল তিন উইকেট৷ দু’টি করে উইকেট পেলেন শামি, যাদব, অশ্বিন৷ দিনের শেষে অবশ্য দুই ভারতীয় ওপেনার গম্ভীর ও মুরলী বিজয় ক্রিজেই থাকলেন৷ তবে এই বিরাট রান তাড়া করার কাজটা যে তাঁদের জন্য বেশ কঠিন হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না৷ টানা চারটে টেস্ট সিরিজ জেতায় অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন না তো বিরাট এবং তাঁর সতীর্থরা? বিশেষজ্ঞদের মাথায় এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement