Advertisement
Advertisement

প্রথম টেস্টে ড্র করেই মুখরক্ষা বিরাটদের

একরাশ চাপ মাথায় নিয়ে মাঠে নামেন গম্ভীররা৷

India vs England first match drawn in Rajkot
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2016 6:39 pm
  • Updated:November 13, 2016 8:12 pm  

ইংল্যান্ড: ৫৩৭ ও ২৬০/৩

ভারত: ৪৮৮ ও ১৭২/৬

Advertisement

ম্যাচ ড্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল হয়ে গিয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট৷ বাজারে খুচরো টাকার আকাল৷ তাই রাজকোট প্রথমবার টেস্ট পেলেও খুচরোর অভাবে অনেক টিকিটই বিক্রি হয়নি৷ তাছাড়া স্টেডিয়ামের টিকিট কাউন্টারে লাইন না দিয়ে ব্যাঙ্ক ও এটিএম-এর সামনে লাইন দেওয়াতেই বেশি মনোযোগী দেশবাসী৷ আর তাই প্রায় ফাঁকা মাঠেই মুখোমুখি লড়াই করেছেন বিরাট-কুকরা৷ তা সত্ত্বেও ম্যাচের শেষ দিন কিছু মানুষ মিরাকলের আশায় মাঠমুখি হয়েছিলেন৷ কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটাতে পারলেন না অশ্বিন, জাদেজা, শামিরা৷ ড্র করেই ক্রিকেটভক্তদের মানরক্ষা করল টিম ইন্ডিয়া৷

চার বছর আগের স্মৃতিটা আজও মনে করতে চান না অশ্বিন, গম্ভীররা৷ সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কুকবাহিনীর বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি – কোনও সিরিজই জেতা হয়নি ভারতের৷ এবার কুকদের কুপকাত করে সেই কলঙ্কের স্মৃতি সুদে-আসলে মুছে ফেলার লক্ষ্যে ছিল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি৷ কিন্তু শুরুতেই বড়সড় হোঁচট৷ ড্র করে কোনওক্রমে সম্মানটুকু বাঁচল কোহলিদের৷ প্রথম ইনিংসে ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান জো রুট, মঈন আলি ও বেন স্টোকস সেঞ্চুরি করেছিলেন৷ দ্বিতীয় ইনিংসেও ছবিটা পাল্টাতে পারলেন না ভারতীয় দলের বিশ্বমানের বোলাররা৷ এবার শতরান করলেন ক্যাপ্টেন কুক (১৩০)৷ টেস্টে ৩০তম সেঞ্চুরি হাঁকিয়ে নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি৷ কী রেকর্ড? তা
শুনতে মোটেই ভালবাসবেন না এ দেশের বোলাররা৷ কারণ প্রথম কোনও সফরকারী দলের ব্যাটসম্যান হিসেবে ভারতের মাটিতে পাঁচটি শতরানের নজির গড়লেন কুক৷ তাঁর সঙ্গী আরেক ওপেনার হামিদ ৮২ রান করে ফিরলেন৷ বেশ সহজে ২৫০-র গণ্ডি পেরিয়ে যায় ইংল্যান্ড৷ অমিত মিশ্র তুলেনেন দু’টি উইকেট৷ তিন উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন কুক৷

একরাশ চাপ মাথায় নিয়ে মাঠে নামেন গম্ভীররা৷ আর যা হওয়ার তাই হল৷ শূন্য রানেই আউট হয়ে গেলেন গম্ভীর৷ ক্যাপ্টেন কোহলির অপরাজিত ৪৯ রানের সৌজন্যে মুখরক্ষা করা গেল৷ জয় হাতছাড়া হওয়ায় ১৭ নভেম্বর ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টে দায়িত্ব আরও বেড়ে গেল টিম ইন্ডিয়ার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement