Advertisement
Advertisement

রশিদের স্পিনে ভরাডুবি ভারতীয় ব্যাটিং লাইন আপের

বল হাতে বোলাররা স্বস্তি দিলেও ব্যাটসম্যানরা কিন্তু চিন্তা বাড়ালেন৷

India vs England 3rd test day 2 result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 6:55 pm
  • Updated:November 27, 2016 6:55 pm  

ইংল্যান্ড: ২৮৩

ভারত: ২৭১/৬ (কোহলি- ৬২, অশ্বিন- ৫৭*)

Advertisement

দ্বিতীয় দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহালির বাউন্সি উইকেটে উপকৃত হয়েছিলেন ভারতীয় পেসাররা৷ বিরাটরা ব্যাট করতে নামলে স্বাভাবিকভাবে সেই একই অ্যাডভান্টেজ পাবেন ব্রিটিশ ফাস্ট বোলাররা৷ এমনটাই ভাবা হয়েছিল৷ হলও তাই৷ তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় শিবিরে রীতিমতো ভরাডুবি৷

শামি, উমেশদের দাপুটে বোলিংয়ে ৩০০ রানের গণ্ডিও পেরোতে পারেনি ইংল্যান্ড৷ দিনের শুরুতেই কুক অ্যান্ড কোম্পানিকে অলআউট করে দেন অশ্বিনরা৷ ৩টি উইকেট ঝুলিতে ভরেন শামি৷ বল হাতে বোলাররা স্বস্তি দিলেও ব্যাটসম্যানরা কিন্তু চিন্তা বাড়ালেন৷ একদিনেরও কম সময় খেলে ছ-ছ’টা উইকেট হারাল টিম ইন্ডিয়া৷ তবে দলের ভরাডুবির সময় ব্যাট হাতেও ত্রাতার ভূমিকায় নেমে এলেন দুই স্পিনার৷ অশ্বিন এবং জাদেজা৷ অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে মোহালির প্রথম দু’দিন রাজত্ব করলেন সেই বোলাররাই৷

আট বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটানো পার্থিব প্যাটেল ওপেনিং জুটি হিসেবে নেমেছিলেন মুরলী বিজয়ের সঙ্গে৷ মুরলী এদিনও ব্যর্থ৷ তবে এত বছর পর দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার যথাসাধ্য চেষ্টা করেন পার্থিব (৪২)৷ পার্থিব ছাড়াও অবশ্য আরেকজনের দিকে নজর ছিল দর্শকদের৷ করুন নায়ার৷ অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪ রান লেখা থাকল তাঁর নামের পাশে৷ বিরাটের সঙ্গে দৌড়ে পাল্লা না দিতে পেরে রান আউট হন তিনি৷ আর ক্যাপ্টেন কোহলি? তিনি তো রয়েইছেন৷ রণে, বনে, জলে, জঙ্গলে যখনই দল বিপদে পড়ে তখনই তাঁর ব্যাট পরিস্থিতি সামাল দেয়৷ এদিনও তার খুব একটা ব্যতিক্রম হল না৷ ৬২ রান করে দলকে ফের লড়াইয়ের মশলা জোগান দিলেন তিনি৷ আর তাঁর সঙ্গী হলেন পূজারা৷ ৫১ রানে রশিদের বলে আউট হয়ে ফেরেন তিনি৷ দিনের শেষে ক্রিজে রইলেন অশ্বিন ও জাদেজা (৩১)৷ পরিস্থিতি যা, তাতে হয়তো তৃতীয় দিনই দ্বিতীয় ইনিংসে নামতে পারবেন কুকরা৷ তখন পিচ কী ভূমিকা গ্রহণ করে, সেটাই দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement