Advertisement
Advertisement

পঞ্চম দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় বিশাখাপত্তনম

৪০৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেন কুকরা৷

India vs England 2nd test day 4 result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 6:03 pm
  • Updated:November 20, 2016 6:05 pm  

ভারত: ৪৫৫ ও ২০৪

ইংল্যান্ড: ২৫৫ ও ৮৭/২, জয়ের জন্য প্রয়োজন ৩১৮ রান

Advertisement

চতুর্থ দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইজ্যাগে এখন শীতের আমেজ৷ চড়া রোদ আর গায়ে লাগছে না৷ যে মরশুমে ক্রিকেটপ্রেমীরা গ্যালারিতে বসে ম্যাচ দেখতে দারুণ পছন্দ করেন, আবহাওয়াটা ঠিক তেমন৷ ঠান্ডা স্বস্তি দিলেও অবশ্য দিনের শেষে স্কোরবোর্ড খুব একটা স্বস্তি দিচ্ছে না বিরাটদের৷

তৃতীয় দিন যেখানে মনে হয়েছিল, ম্যাচ একেবারে হাতের মুঠোয় চলে এসেছে, এদিন আর তেমনটা মনে হওয়ার জো নেই৷ হাড্ডাহাড্ডি লড়াই বোধহয় একেই বলে৷ এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ আগের দিন অশ্বিন ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল ইংল্যান্ড শিবির৷ এদিন ভারতের ব্যাটিং লাইন-আপকে ধুয়ে মুছে সাফ করে দিলেন স্টুয়ার্ট ব্রড এবং আদিল রশিদ৷ চারটি করে উইকেট ঝুলিতে ভরে নিলেন তাঁরা৷ আর তাতেই ২০৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস৷ ইংল্যান্ডের ঝোড়ো বোলিংয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলেন এক এবং অদ্বিতীয় বিরাট কোহলি৷ প্রতিবারের মতো এবারও দলের দুর্দিনে তিনিই ঢাল হলেন৷ ৮১ রানের ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে খানিকটা মুক্তি দিলেন বিরাট৷ কিন্তু বাকিরা ব্যর্থ৷ ফলে ইংল্যান্ডের কাছে কাজটা তুলনামূলক সোজাই হয়ে গেল৷

virat

৪০৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেন কুকরা৷ অধিনায়ক কুক শুরুটা ভালই করলেন৷ ৫৪ রান করে সতীর্থদের আত্মবিশ্বাস তৈরি করে দিয়ে গেলেন৷ দিনের শেষে ক্রিজে রইলেন জো রুট৷ আর সেটাই বিরাটদের ভাবনার বিষয়৷ কারণ চলতি সিরিজে তিনি দুরন্ত ফর্মে রয়েছেন৷ দ্বিতীয় টেস্টের শেষ দিন প্রাণপণ ৩১৮ রান তোলার চেষ্টা করবেন রুট, স্টোকসরা৷ আর তাঁদের লক্ষ্যভ্রষ্ট করার গুরু দায়িত্ব থাকবে অশ্বিন, জাদেজা, শামি, যাদবদের উপর৷ যদিও শেষ দিনে এই রান তোলাটা বিশেষ সহজ হবে না৷ প্রথম ইনিংসে তাঁরা হতাশ করেননি৷ দ্বিতীয় ইনিংসেও পারবেন তো? কুক বনাম কোহলি লড়াইয়ের পরিণতি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী৷ সঙ্গে প্রাথর্না, প্রথমবার বিশাখাপত্তনমে আয়োজিত টেস্ট যেন জিতে চিরস্মরণীয় করে রাখতে পারে টিম ইন্ডিয়া৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement