Advertisement
Advertisement

মেলবোর্ন টেস্টে দুর্দান্ত শুরু, প্রথম দিনে চালকের আসনে ভারত

টেস্টে একুশতম হাফ-সেঞ্চুরি করলেন পূজারা।

India Vs Australia Melbourne test
Published by: Sulaya Singha
  • Posted:December 26, 2018 2:02 pm
  • Updated:December 26, 2018 2:02 pm

ভারত: ২১৫/২ (ময়ঙ্ক- ৭৬, পূজারা- ৬৮, কোহলি- ৪৭)
অস্ট্রেলিয়া:
প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্ট থেকেই মাঠ ও মাঠের বাইরে নানা বিতর্কে জর্জরিত টিম ইন্ডিয়া। সেই টেস্টে হারের পর সমালোচনার ধার আরও তীক্ষ্ণ হয়। ফলে সব মিলিয়ে মেলবোর্ন টেস্ট রীতিমতো অ্যাসিড টেস্টেই পরিণত হয়েছিল ভারতীয় দলের কাছে। তবে স্বস্তি একটাই, বিতর্ক ও সমালোচনাকে সরিয়ে রেখে শুরুটা বেশ দাপটের সঙ্গেই করল ভারত।

Advertisement

[অভিষেক টেস্টেই ইতিহাস ময়ঙ্কের, ভাঙলেন ৭১ বছরের পুরনো রেকর্ড]

দল বাছাই নিয়ে রবি শাস্ত্রীর সাফাই কিংবা পেইন-বিরাট বিতর্ক, মাঠের মধ্যেই ইশান্ত-জাদেজার ঝামেলায় জড়ানো থেকে বিরাট কোহলির আগ্রাসন, এসবই ছিল শিরোনামে। এমন আবহে ক্রিকেটপ্রেমীদের চিন্তা ছিল একটাই। এসব প্রভাব যেন কোনওভাবে বাইশ গজে না পড়ে। না, পড়তে দিলেনও না ভারতীয় ব্যাটসম্যানরা। খারাপ ফর্মে থাকা মুরলী বিজয় এবং লোকেশ রাহুলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভালভাবেই ক্লিক করে গেল। কারণ অভিষেক টেস্টেই ইতিহাস গড়লেন কর্ণাটকের তরুণ তুর্কি ময়ঙ্ক আগরওয়াল। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে সর্বোচ্চ রানের নজির গড়লেন ডানহাতি ব্যাটসম্যান। সেই সঙ্গে ভারতের ভিতও শক্ত করে দিলেন। যে ভিতে দাঁড়িয়ে দাপটের সঙ্গেই ব্যাট চালালেন কোহলি ও পূজারা। টেস্টে একুশতম হাফ-সেঞ্চুরি করলেন পূজারা। আর সেই সৌজন্য়ে মাত্র দুই উইকেট খুইয়েই দু’শো রানের গণ্ডি পার করল দল। অজি বোলারদের মধ্যে একমাত্র সফল প্যাট কামিনস। জোড়া উইকেট তুলে তিনিই টপ-অর্ডারে খানিকটা ধাক্কা দেন। ওপেন করতে নেমে হনুমা বিহারী ফেরেন ৮ রান করে।

[‘সংখ্যালঘু ইস্যুতে পাকিস্তানের জ্ঞান দেওয়া মানায় না’, কটাক্ষ কাইফের]

চার টেস্টের সিরিজে ভারত ও অস্ট্রেলিয়া এখন ১-১ সমতায় রয়েছে। প্রথম টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্টে মুখ থুবড়ে পড়েছিলেন কোহলিরা। তাই মেলবোর্নে ফের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাঁদের কাছে। এমন অবস্থায় বক্সিং ডে-তে শুরুটা মন্দ হল না। টেস্টের দ্বিতীয় দিন এই ফর্মই ধরে রাখতে পারলে মেলবোর্নের পাটা উইকেটে ভারত যে বড় রানে পৌঁছে যাবে, তা বলা যেতেই পারে। ব্যাটসম্যানদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে মাঠের লড়াই দিয়েই মাঠের বাইরের সমস্ত সমালোচনার জবাব দিতে চায় কোহলি অ্যান্ড কোং।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement