Advertisement
Advertisement
India vs Australia

কোহলি-অক্ষরের দাপটের পরও ড্র’য়ের পথে আহমেদাবাদ টেস্ট! মিরাকলের আশায় ভারত

দিনের শেষে ৮৮ রানে এগিয়ে ভারত।

India vs Australia: Ahmedabad test heading towards draw despite Kohli-Gill heroics | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 12, 2023 5:06 pm
  • Updated:March 12, 2023 5:13 pm

ভারত: ৫৭১ (বিরাট ১৮৬, গিল ১২৮) 

অস্ট্রেলিয়া: ৩/০ 

Advertisement

চতুর্থ দিনের শেষে ৮৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে তিন বছরের খরা কাটিয়ে টেস্ট ক্রিকেটে স্বমহিমায় ফিরেছেন কিং কোহলি। তবে আহমেদাবাদ টেস্টে (India vs Australia) ভারতের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকে গেলেও মাত্র ৯১ রানের লিড পান রোহিত শর্মারা। দিনের শেষে ভারত ৮৮ রানে এগিয়ে। এই পুঁজি নিয়ে পঞ্চম দিনে অজিদের অলআউট করা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। 

প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরির দাপটে ৪৮০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ভারতের তরফে পালটা শতরান করেছিলেন শুভমন গিল। চতুর্থ দিন রাজকীয় ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৯ সালের পর এই প্রথমবার টেস্ট সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। ৩৬৪ বলে তাঁর ১৮৬ রানের ইনিংস সাজানো ছিল ১৫টি বাউন্ডারিতে। গিল-কোহলির দাপটেই অজিদের প্রথম ইনিংসের স্কোর টপকে যায় ভারত। 

[আরও পড়ুন: মহাকাল মন্দিরে গিয়েই ফিরল ভাগ্য? সেঞ্চুরি করে শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি]

আগ্রাসী ইনিংস খেলেন শ্রীকর ভরত ও অক্ষর প্যাটেল। তবে দিনের শেষে রানের গতি বাড়াতে গিয়েই একের পর এক উইকেট খোয়ান ভারতীয় ব্যাটাররা। ৫৭১ রানে শেষ হয় রোহিতদের ইনিংস। চোটের কারণে ব্যাট করতে পারেননি শ্রেয়স আইয়ার। ৯১ রান তাড়া করতে নেমে সমস্যায় রয়েছে অস্ট্রেলিয়াও। চোটের কারণে ওপেন করতে নামেননি ফর্মে থাকা উসমান খোয়াজা। তবে পঞ্চম দিন তিনি ব্যাট করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩।

[আরও পড়ুন: কলকাতা পুরসভার স্কুলে এবার ‘লাইব্রেরি ক্লাস’, খুদেদের জন্য থাকবে মুখ্যমন্ত্রীর লেখা ছড়ার বই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement