ভারত: ৫৭১ (বিরাট ১৮৬, গিল ১২৮)
অস্ট্রেলিয়া: ৩/০
চতুর্থ দিনের শেষে ৮৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে তিন বছরের খরা কাটিয়ে টেস্ট ক্রিকেটে স্বমহিমায় ফিরেছেন কিং কোহলি। তবে আহমেদাবাদ টেস্টে (India vs Australia) ভারতের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকে গেলেও মাত্র ৯১ রানের লিড পান রোহিত শর্মারা। দিনের শেষে ভারত ৮৮ রানে এগিয়ে। এই পুঁজি নিয়ে পঞ্চম দিনে অজিদের অলআউট করা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।
প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরির দাপটে ৪৮০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ভারতের তরফে পালটা শতরান করেছিলেন শুভমন গিল। চতুর্থ দিন রাজকীয় ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৯ সালের পর এই প্রথমবার টেস্ট সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। ৩৬৪ বলে তাঁর ১৮৬ রানের ইনিংস সাজানো ছিল ১৫টি বাউন্ডারিতে। গিল-কোহলির দাপটেই অজিদের প্রথম ইনিংসের স্কোর টপকে যায় ভারত।
আগ্রাসী ইনিংস খেলেন শ্রীকর ভরত ও অক্ষর প্যাটেল। তবে দিনের শেষে রানের গতি বাড়াতে গিয়েই একের পর এক উইকেট খোয়ান ভারতীয় ব্যাটাররা। ৫৭১ রানে শেষ হয় রোহিতদের ইনিংস। চোটের কারণে ব্যাট করতে পারেননি শ্রেয়স আইয়ার। ৯১ রান তাড়া করতে নেমে সমস্যায় রয়েছে অস্ট্রেলিয়াও। চোটের কারণে ওপেন করতে নামেননি ফর্মে থাকা উসমান খোয়াজা। তবে পঞ্চম দিন তিনি ব্যাট করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.