সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ তিরুবনন্তপুরমে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের সিরিজের শেষ ম্যাচ। সিরিজ জয়ের জন্য ম্যাচটি জিততেই হবে ভারতকে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে সিরিজ ২-২ ম্যাচের ব্যবধানে ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা। দ্বিতীয় ম্যাচে অপ্রত্যাশিত টাই এবং তৃতীয় ম্যাচে হারের পর ভারতের সিরিজ জয় নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু চতুর্থ ম্যাচে রোহিত ক্যারিশ্মায় দুর্দান্ত কামব্যাকও করে টিম ইন্ডিয়া। এবার ঈশ্বরের আপন দেশে সিরিজ জয় নিশ্চিত করার লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া।
সাম্প্রতিক ভয়াল প্রাকৃতিক বিপর্যয়ের পরে বলতে গেলে এটাই প্রথম বড় উৎসব কেরলে। বিরাট কোহলির ব্যাট থেকে আরও একটা ধ্মংসাত্মক ইনিংস দেখায় অপেক্ষায় তিরুবনন্তপুরম। তবে, এই ধংসাত্মক ছবি অবশ্য কেরলবাসীর জন্য আনন্দের হবে। কেরল তথা তিরুবনন্তপুরম আরও একটা আনন্দ দিতে পারে বিরাটকে বৃহস্পতিবার। আজ টস জিতলে আরও একটা নজির গড়বেন তিনি। একটা গোটা সিরিজের সব ম্যাচে টস জেতার বিরল নজির। চলতি সিরিজে প্রথম চারটে ম্যাচেই টস জিতেছেন ভারত অধিনায়ক। গুয়াহাটিতে প্রথম ও পুণেতে তৃতীয় ম্যাচে টস জিতে কোহলি ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। বিশাখাপত্তনমে দ্বিতীয় ও মুম্বইয়ে চতুর্থ ম্যাচে আবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
এই মুহূর্তে তিরুঅনন্তপুরমে স্টেডিয়ামের ঠিক বাইরে ধোনির ৩৫ ফুটের বিরাট কাট আউট। আর থাকাটাই স্বাভাবিক, কারণ ভারতকে জয়ের জন্য যদি রোহিত-কোহলি-রায়ডুদের ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে ধোনির ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হবে নয়া রেকর্ডের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনটি আজই ছুঁয়ে ফেলতে পারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। প্রয়োজন মাত্র এক রান। এখন একদিনের ক্রিকেটে ধোনির সংগ্রহ ৯ হাজার ৯৯৯ রানে। যদিও, টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির রান ১০ হাজার ১৭৩। কিন্তু তাঁর মধ্যে আফ্রিকা একাদশের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচে ১৭৪ রানের ইনিংস রয়েছে। সেই ইনিংসটি বাদ দিলে এই মুহূর্তে ধোনির সংগ্রহ ৯ হাজার ৯৯৯ রান। ১০ হাজার রান করতে পারলে ধোনি হবেন বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান যিনি দশ হাজারের গণ্ডি পেরিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.