Advertisement
Advertisement

Breaking News

শচীনের আরও একটি রেকর্ড ভাঙার পথে বিরাট

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে নামছে ভারত।

India to face West Indies in first ODI in Visakhapatnam
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 24, 2018 9:39 am
  • Updated:October 24, 2018 10:25 am  

স্টাফ রিপোর্টার : ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে যত না আলোচনা, বিশাখাপত্তনমে তার চেয়ে অনেক বেশি আলোচনা বিরাট কোহলিকে নিয়ে! বলাবলি চলছে, শচীনকে কি বুধবার ছাড়িয়ে যাবেন বিরাট? দ্বিতীয় ওয়ান ডে’তে নামার আগে ব্যক্তিগত এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। সেটা কী? একদিনের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের রেকর্ড। বিশাখাপত্তনমে ৮১ রান করতে পারলেই ছাড়িয়ে যাবেন শচীন তেণ্ডুলকরকে। ওয়ান ডে’তে দশ হাজার রান করতে ২৫৯ ইনিংস নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। বিরাট এখনও পর্যন্ত ৯৯১৯ রান করেছেন ২০৪ ইনিংসে। আর বিরাট যা ফর্মে রয়েছেন, সবাই মোটামুটি ধরেই নিয়েছে রেকর্ডটা বিশাখাপত্তনমেই হয়ে যাবে।

[ দুর্দান্ত যুগলবন্দিতে শচীন-সৌরভদের রেকর্ড ভাঙলেন বিরাট-রোহিত]

Advertisement

এমনিতেই এই ওয়েস্ট ইন্ডিজ নিয়ে বলার কিছু নেই। ভারতীয় টিমে এক-দুটো বদল আসতে পারে। প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে নামা নিয়ে নানা কথা হয়েছিল। বুধবার খুব সম্ভবত তিন স্পিনারে চলে যাচ্ছেন বিরাটরা। কুলদীপ যাদব প্রথম ম্যাচে খেলেননি। খলিল আহমেদের জায়গায় তিনি সম্ভবত ফিরছেন। ইশান্ত শর্মাকে আবার দেখা গেল নেটে বল করতে। ইংল্যান্ড সফরে শেষ টেস্টে গোড়ালিতে চোট পেয়েছিলেন। চোট এখন অনেকটাই সেরে গিয়েছে। মঙ্গলবার বেশ খানিকক্ষণ বোলিং করলেন। বুধবার ইন্ডিয়া বোলিং লাইন আপে পরিবর্তন আনলেও ব্যাটিংয়ে বদলের সম্ভাবনা কম। বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট চার নম্বর জায়গাটা ঠিক করতে নিতে চাইছে। বিরাট বলছেন, রায়াডু যদি সেই জায়গায় মানিয়ে নিতে পারেন, তাহলে তার চেয়ে ভাল কিছু আর হতে পারে না। আইপিএল থেকেই ভাল ফর্মে এই হায়দরাবাদি ব্যাটসম্যান। রায়াডু নিজে বলছেন, মিডল অর্ডারে ব্যাট করা তাঁর কাছে নতুন কিছু নয়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রায়াডু বলছিলেন, “দেখুন মিডল অর্ডারে ব্যাট করা নতুন কিছু নয়। এর আগে বহুবার একই পজিশনে ব্যাট করেছি। আমাকে যা করতে বলা হয়, সেটা নতুন কিছু নয়।” এটা ঠিক, রোহিত-বিরাটরা যেভাবে ব্যাট করে যাচ্ছেন, তাতে মিডল অর্ডারকে সেভাবে পরীক্ষার মধ্যে পড়তে হচ্ছে না। রায়াডু বললেন, “প্রথম তিনজন ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাট করছে। টিমের পক্ষে এটা দারুণ ব্যাপার। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাছেও চ্যালেঞ্জ যে আমাদের সবাইকে তৈরি থাকতে হয়। প্রত্যেকে জানে পরিস্থিতি ঠিক কী রকম।”

[লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ধোনি, গম্ভীর! জোর জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement