সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই প্রায় মাস তিনেকের ইংল্যান্ড সফর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। অন্য সময় হলে এই সফরকে ঘিরে মাতামাতি নেহাত কম হত না, বিশ্বকাপের উত্তেজনার মধ্যে তা হয়তো কিছুটা চাপা পড়ে গিয়েছে। তবে, উত্তজেনার আঁচ আপাতত পাওয়া যাচ্ছে আয়ারল্যান্ডে। কারণ, আজ ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ দিয়েই ‘ইংলিশ সামার’ শুরু করছে টিম ইন্ডিয়া। আইরিশদের বিরুদ্ধে দুটি টি-২০ খেলবে ভারত, তারপরই শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টে টি-২০, ৩টে ওয়ান-ডে, এবং ৫টা টেস্ট ম্যাচের দীর্ঘ সিরিজ।
ডাবলিনে নামার আগে অবিসংবাদী ফেভরিট ভারতই। কারণ অনামী আইরিশদের বিরুদ্ধে শক্তিশালী দলই খেলাতে চলেছে টিম ম্যানেজমেন্ট। নিয়মিত ওপেনার রোহিত, ধাওয়ানের সঙ্গে টপ অর্ডারে থাকছেন অধিনায়ক বিরাট। ৪ নম্বরে সুরেশ রায়নার পরিবর্তে জায়গা পেতে পারেন আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা লোকেশ রাহুল। দলে সুযোগ পেতে পারেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও। তবে, কার্তিকের পরিবর্তে ভাবা হতে পারে সুরেশ রায়নার নামও। বোলিং বিভাগেও সুযোগ পাচ্ছেন চেনা মুখগুলোই। একসঙ্গে খেলানো হতে পারে দুই স্পিনার কুলদীপ যাদব, যুঝবেন্দ্র চাহালকে। জো রুটদের বিরুদ্ধে নামার আগে ইংলিশ আবহাওয়ায় বোলাররা যাতে মানিয়ে নিতে পারেন, তেমনটাই চাইছেন অধিনায়ক বিরাট।
অনুশীলনের আগে কোহলির ফিটনেস নিয়ে একটি প্রশ্ন ছিল ভারতীয় শিবিরে। কিন্তু গত দু’দিনে অনুশীলনে যেভাবে গা ঘামাচ্ছেন ভারত অধিনায়ক তাতে সেই সংশয় দূর হয়েছে। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন লোকেশ রাহুলও। অনুশীলনে তেমন নজরকাড়া বিশেষ কিছু ধরা না পড়লেও, অনুশীলন শেষে ভারতীয় ক্রিকেটারদের ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়াল মত। বিরাট-রোহিতদের ঘিরে আইরিশদের উন্মাদনা দেখে মনে হতেই পারে যে কোহলিরা খেলছেন ভারতেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.