Advertisement
Advertisement

Breaking News

ইংল্যান্ডকে হারিয়ে আজ সিরিজ জয়ের সঙ্গে আত্মবিশ্বাসও বাড়াতে চায় টিম ইন্ডিয়া

কী কী পরিবর্তন দলে?

India to face England in final T-20
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 2:12 pm
  • Updated:July 8, 2018 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা ইংল্যান্ডে এখন খুশির হাওয়া৷ হওয়াটাই স্বাভাবিক৷ ৫২ বছরের শূন্যতা এবার পূর্ণতা পেতে চলেছে৷ অন্তত ইংল্যান্ড সমর্থকদের এমনটাই দাবি৷ কোয়ার্টারে জয়ের পর সেই দাবি আরও জোরালো করেছে ইংল্যান্ড ফুটবল দল৷ কিন্তু ক্রিকেট? ব্রিটেনের অলি-গলিতে এই ফুটবল ঝড়ের মধ্যে ভারত-ইংল্যান্ডের এহেন হাই প্রোফাইল সিরিজও যেন নিষ্প্রভ৷ যদিও, দ্বিতীয় ম্যাচে অ্যালেক্স হেলসরা সমতা ফেরানোর পর আজকের ম্যাচের গুরুত্ব কিছুটা হলেও বেড়েছে৷ কারণ ব্রিসবেনে আজকের ফলাফলের উপর নির্ভর করছে অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ টেস্ট আর ওয়ানডে সিরিজের আগে কোন দল বেশি আত্মবিশ্বাস নিয়ে এগোবে৷

[৪৬-এও তুমিই সেরা, সৌরভের জন্মদিনে অভিনব শুভেচ্ছা শেহবাগের]

প্রথম ম্যাচে যেভাবে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলেন লোকেশ রাহুল এবং কুলদীপ যাদব তাতে অনেকেরই মনে হয়েছিল অন্তত টি-২০ সিরিজ একপেশেভাবে জিততে চলেছে ভারত৷ সেই ভ্রম অবশ্য ভেঙে গেল পরের ম্যাচেই৷ যেভাবে ভারত প্রথম ম্যাচ জিতেছিল ততটা দাপট না দেখালেও দ্বিতীয় ম্যাচে সহজেই জিতেছিল ইংল্যান্ড৷ যাই হোক সিরিজ এখন ১-১৷ তাই আজকের মহাগুরুত্বপূর্ণ  ম্যাচে নজর রয়েছে ক্রিকেট মহলের৷

Advertisement

[কেরিয়ারের সবচেয়ে হতাশার মুহূর্ত, বিদায়বেলায় নেইমারের পোস্ট দেখে চোখে জল ব্রাজিল ভক্তদের]

প্রথম ম্যাচে রাহুল আর কুলদীপের সৌজন্যে বেশ কিছু দুর্বলতা ঢাকা পড়ে গিয়েছিল ভারতের৷ দুই টি-২০ ম্যাচে এখনও রান পাননি শিখর ধাওয়ান, প্রথম ম্যাচে রোহিত শর্মা কিছু রান করলেও মোটেই ছন্দে ছিলেন না তিনি, তাই ওপেনারদের নিয়ে চিন্তায় থাকবে ভারতীয় শিবির৷ তাছাড়া ৪ নম্বরে নেমে আসার পর নিজের স্বাভাবিক ছন্দে দেখা যাচ্ছে না অধিনায়ক কোহলিকেও৷ বোলিং বিভাগে ভুবনেশ্বর কুমার এক্কেবারে নিজের ছন্দে নেই, ছন্দে নেই যুজবেন্দ্র চাহালও৷ ভারত চাইবে ওয়ানডে সিরিজে যাওয়ার আগে ভুলগুলো শুধরে নিতে৷

[ঘরের মাটিতে শেষ রুশ বিপ্লব, টাইব্রেকারে জিতে বিশ্বকাপের সেমিতে ক্রোয়েশিয়া]

একমাত্র ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ বাদ দিলে সাম্প্রতিককালে দুর্দান্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড দলও৷ জো রুট ছাড়া দলের প্রায় সব ক্রিকেটারই ফর্মে৷ চোট সারিয়ে ফিরে এসেছেন দলের এক নম্বর অল-রাউন্ডার বেন স্টোকস৷ কিন্তু কাকে বসিয়ে তাঁকে প্রথম একাদশে ঢোকানো হবে তা নিয়ে রীতিমতো ধন্দে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট৷ বোঝাই যাচ্ছে এই মুহূর্তে বেশ শক্তিশালী ইংল্যান্ড দল৷ তবে, বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে ইংরেজদেরও৷ যাই হোক ইয়ন মরগ্যানরাও চাইবেন ওয়ান ডে সিরিজের আগে টি-২০ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement