Advertisement
Advertisement

দুঃস্বপ্নের এজবাস্টনে ফেভরিট ইংল্যান্ডের বিরুদ্ধে নয়া চ্যালেঞ্জ বিরাটদের

প্রথম টেস্টের আগে নয়া মাইলফলক স্পর্শ করার মুখে দাঁড়িয়ে বিরাট।

India to face England in 1st test at Edgbaston
Published by: Sulaya Singha
  • Posted:August 1, 2018 1:02 pm
  • Updated:August 1, 2018 1:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনে কি আজ ইংল্যান্ডের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই নামতে চলেছেন বিরাট কোহলিরা? অতীত বলছে, এ মাঠে তাঁদের কোনও সুখের স্মৃতি নেই। এখানে ৫০টি টেস্টের মধ্যে ইংল্যান্ড জিতেছে ২৭টি ম্যাচে। উলটোদিকে এজবাস্টনে পাঁচটি টেস্টে ভারতের জয়ের সংখ্যা শূন্য। তার উপর দলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন,
যাঁদের এ উইকেটে পূর্ব অভিজ্ঞতা নেই। সুতরাং অ্যাডভান্টেজ ইংল্যান্ড কথাটা শোনা যাচ্ছে অনেকের মুখেই। কিন্তু, বিরাট সেসবে ভাবিত নন। তিনি জানেন, আন্ডারডগ হিসেবেই হোক কিংবা ফেভারিট, দিনের শেষে পারফরম্যান্সই কথা বলবে। তাই পারফরম্যান্স ছাড়া আর কিছুই ভাবছেন না ক্যাপ্টেন কোহলি।

গত ৮৬ বছরে ইংলিশদের বিরুদ্ধে তাদের দেশে মোট ১৭ টি টেস্ট সিরিজ খেলেছে ভারত। যার মধ্যে জিতেছে মোটে তিনটিতে। শেষবার বিদেশের মাটিতে ইংল্যান্ডদের বিরুদ্ধে সাধের জয় এসেছিল বছর এগারো আগে। তিন টেস্টের সিরিজে ১-০-য় জয়ী হয়েছিল ভারত। তারপর ইতিহাস পালটাতে ব্যর্থ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাটরা। তাই এবারের চ্যালেঞ্জটা আরও কঠিন। যেখানে তাঁরা এক নম্বর দল হলেও ফেভরিটদের তকমা ছিনিয়ে নিয়েছে দু’নম্বর ইংল্যান্ডই।

Advertisement

[শুরু ইস্টবেঙ্গল দিবসের সেলিব্রেশন, চলতি সপ্তাহেই আসছেন অ্যাকোস্টা]

 

ইংল্যান্ডেও এখন ভারতের মতোই গ্রীষ্মের আবহাওয়া। যার অর্থ এজবাস্টনে চেনা আবহাওয়াতেই টেস্ট অভিযান শুরু করবে ভারত। তাছাড়া ম্যাচ শুরুর আগের দিন দলের বোলিং লাইন আপ নিয়েও দারুণ আত্মবিশ্বাসী দেখাল বিরাটকে। বলছেন, “মাঝে অনেকটা প্রস্তুতির সময় পাওয়া গিয়েছে। অনুশীলন করেছি। আর বোলাররা এই পিচে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে রয়েছে।” তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয় ঝাণ্ডা ওড়াতে শুধু বোলিংই নয়, শক্তিশালী হওয়া দরকার ব্যাটিং লাইন আপও। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বিরাটকে নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের প্রত্যাশা তুঙ্গে। প্রাক্তনদের মতে, পুরনো স্মৃতি মুছে নিজেকে বাইশ গজে নতুন করে মেলে ধরবেন তিনি। প্রথম টেস্টের আগে নয়া মাইলফলক স্পর্শ করার মুখে দাঁড়িয়ে বিরাট। ১৩ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক হাজার রানের গণ্ডি পেরতে চলেছেন তিনি। মাইলস্টোন থেকে আর মাত্র ৩৩ রান দূরে ভারত অধিনায়ক। এই তালিকার শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫৩৫ রান রয়েছে শচীনের ঝুলিতে। তবে নিজের পাশাপাশি গোটা দলের উপরই ভরসা রাখছেন নেতা।

তবে ইংলিশ তারকারা নিজেদের মেজাজেই রয়েছেন। তাদের বোলিং আক্রমণ যেমন মারাত্মক, তেমনই ব্যাটিং। জো রুট অসাধারণ। তার উপর দুই সিনিয়র অ্যালিস্টার কুক আর জনি বেয়ারস্টো ইংরেজ ব্যাটিংকে নির্ভরতা দেবে। একটাই দুর্বলতা। মিডল অর্ডারে অভিজ্ঞতা নেই। দুর্বলতা একটাই। অ্যান্ডারসনের বয়স হয়েছে। আর সেটাই কাজে লাগাতে হবে ভারতীয়
ব্যাটসম্যানদের। তবে পাঁচ ম্যাচের সিরিজে কোনও একটি দলকে ফেভরিট বলে দেওয়া কঠিন। লম্বা সিরিজে কখন যে কী হয়, বলা মুশকিল।

ভিডিও: দেবাশিস সেন

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement