Advertisement
Advertisement

Breaking News

ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াল টিম ইন্ডিয়া, নজির ইংল্যান্ডের

টেস্টে পারলেও ওয়ানডে-তে শীর্ষস্থান ধরে রাখতে পারল না বিরাট অ্যান্ড কোং৷

India slips in ICC ODI ranking, England tops chart
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 2, 2018 9:09 pm
  • Updated:May 2, 2018 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্টে পারলেও ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রাখতে পারল না বিরাট কোহলির টিম ইন্ডিয়া৷ সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে স্থানচ্যুত হয়ে দুই নম্বরে নেমে এসেছে ভারত৷ আর বিরাট অ্যান্ড কোংকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড৷

 

Advertisement

মঙ্গলবার মুম্বইকে হারিয়ে মুখের হাসি চওড়া হয়েছিল আরসিবি নেতা বিরাট কোহলির৷ কিন্তু পরের দিনই দুঃসংবাদ শোনালো আইসিসি৷ টেস্ট ব়্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়িয়ে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার থেকে আরও ব্যবধান বাড়িয়েছে টিম ইন্ডিয়া৷ কিন্তু ওয়ানডেতে বাজিমাত করেছে ইংল্যান্ড৷ ২০১৩ সালের জানুয়ারির পর এই প্রথম এক নম্বরে পৌঁছাল ইয়ন মর্গ্যানের দল৷ আট পয়েন্ট সংগ্রহ করে মোট ১২৫ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষে তারা৷ তিন পয়েন্ট কম (১২২) নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল৷ এদিকে দু’নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা আরও চার পয়েন্টে খুইয়ে নেমে গিয়েছে তিন নম্বরে৷ তাদের বর্তমান পয়েন্ট ১১৩৷ এক পয়েন্ট কম পেয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড৷ তালিকায় দশ নম্বরের মধ্যে থাকা বাকি দলগুলি যে যার নিজেদের স্থানই ধরে রেখেছে৷ অর্থাৎ এই দশটি দলকে আগামী বছর বিশ্বকাপে দেখা যাবে৷

[অনুষ্কাকে ‘জয়’ উপহার বিরাটের, জন্মদিনে কী সারপ্রাইজ পেলেন অভিনেত্রী?]

তবে বিশ্বকাপের আগে শীর্ষস্থান খোয়ানো ভারতীয় দলের জন্য ভাল লক্ষণ নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷ তবে সামনে কয়েকটি সিরিজ রয়েছে৷ যেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন বিরাটরা৷ তবে বিশ্বকাপে ইংল্যান্ড যে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠল, তা স্পষ্ট৷ টিম ইন্ডিয়ার ব়্যাঙ্কিংয়ে অবনতির দিন পয়েন্ট কমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও৷ ১০৪ পয়েন্ট নিয়ে পাকিস্তানের ঠিক উপরে পঞ্চম স্থানে রয়েছে অজিবাহিনী৷ এরপর রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান৷ এদিকে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ের প্রথম সাতে কোনও বদল আসেনি৷ শীর্ষে রয়েছে পাকিস্তানই৷ ভারত তিন নম্বরেই৷ তবে শ্রীলঙ্কাকে পিছনে ফেলে আট নম্বরে উঠে এসেছে আফগানিস্তান৷ তবে আইসিসির টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং তালিকায় জায়গা করে নিতে আরও কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে নেপালকে৷

[চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের ডিএনএ-তে রয়েছে, ফাইনালে পৌঁছে গর্বের সঙ্গে বললেন জিদান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement