Advertisement
Advertisement

Breaking News

পিচ দেখে না-খুশ বিরাটরা, মাঠেই মেজাজ হারালেন কোচ শাস্ত্রী

প্র্যাকটিস ম্যাচের দিন কমানোর সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার।

India Shorten Practice Match Over Condition Of Pitch, Outfield
Published by: Sulaya Singha
  • Posted:July 24, 2018 9:17 pm
  • Updated:July 24, 2018 9:17 pm  

দেবাশিস সেন, চেলমসফোর্ড: টি-টোয়েন্টি সিরিজ জিতলেও হাতছাড়া হয়েছে ওয়ানডে সিরিজ৷ তাই ইংল্যান্ডের মাটিতে টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া কোহলি অ্যান্ড কোং৷ কিন্তু পাঁচদিনের সিরিজ শুরুর আগেই তিতিবিরক্ত গোটা ভারতীয় শিবির৷ কারণ ইংলিশ উইকেট৷ টেস্টের আগে কাউন্টি দল এসেক্সের বিরুদ্ধে চারদিনের একটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার৷ কিন্তু উইকেট নাপসন্দ বিরাটদের৷ দীর্ঘ তর্ক-বিতর্কের পর শেষমেশ চারদিনের জায়গায় তিনদিনের প্র্যাকটিস ম্যাচ খেলার সিদ্ধান্ত নিলেন তাঁরা।

[বিরাট কোহলি ‘মিথ্যুক’, বিস্ফোরক অভিযোগ ইংরেজ বোলারের]

আবহাওয়া ঠান্ডা হওয়ার জন্য সাহেবদের দেশের আলাদা সুনাম রয়েছে। তবে সেটাও এবার যেন উধাও। বদলে ইংল্যান্ডে এখন আমাদের দেশের মত গ্রীষ্মের উপস্থিতি! যার জন্য এদেশের মাঠগুলোর আউটফিল্ডের রং কেমন যেন ‘বিস্কুটের মতো’ দেখাচ্ছে! আমাদের দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মাঠগুলোর যেমন দফারফা হাল হয়ে থাকে এখানেও ঠিক তেমন দৃশ্য! তবে বাইশ গজ ও ‘স্কোয়ার অফ দ্য উইকেট’-এর সঙ্গে আউটফিল্ডকে মোটেও মেলানো যাবে না। একেবারে সবুজে ঘেরা উইকেট ও তার চারপাশ। আর তাই এসেক্সের চেলমসফোর্ড কাউন্টি মাঠের এমন চিত্র দেখেই অনুশীলনের শুরুতেই মেজাজ হারালেন ভারতের কোচ রবি শাস্ত্রী।

Advertisement

এদিন দুপুরে অনুশীলনের সময় পিচ পরিদর্শন করেন কোহলিরা। কিন্তু উইকেট এবং আউটফিল্ড মনে ধরেনি তাঁদের। তারপরই দেখা যায় সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করছেন কোচ রবি শাস্ত্রী। এবং তার কিছুক্ষণ পরই জানিয়ে দেওয়া হয় আগামী ২৫-২৮ জুলাই যে বেসরকারি চারদিনের অনুশীলন ম্যাচ হওয়ার কথা ছিল, তাতে তাঁরা রাজি নন। তা কমিয়ে তিনদিনের ম্যাচ খেলবেন বিরাটরা।

[জানেন, এবছর কত টাকা কর দিলেন মাহি?]

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? রোদে পুড়ে খটখটে হয়ে যাওয়া আউটফিল্ড দেখার পরেই শাস্ত্রী সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করেন। দলের সঙ্গে থাকা ইসিবি’র প্রতিনিধিকে ডেকে পাঠান কোচ। এসেক্স কাউন্টি মাঠের প্রতিনিধিও ওই আলোচনায় শাস্ত্রীর সঙ্গে ছিলেন। তাঁর প্রশ্নবাণে মাঠের প্রতিনিধিকেও বেশ চিন্তামগ্ন দেখাচ্ছিল। সূত্র মারফত জানা গিয়েছে, মাঠের অবস্থা ভাল না হওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। এবং এই তিনদিনের ম্যাচের পরে বার্মিংহামেই অনুশীলন করবে ভারত। কারণ টেস্ট সিরিজের আগেই চোট আঘাতে জর্জরিত বিরাটবাহিনী। তাই হয়তো এই মাঠে চারদিন খেলার ঝুঁকি নিতে চাইছেন না শাস্ত্রী।

উল্লেখ্য গত দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেও কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি ভারত। এবার টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের দিন কমিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি সঠিক সিদ্ধান্ত নিল? সেটা তো সময় বলবে। তবে ‘মাঠ বিতর্ক’ এদিনের অনুশীলনে থাবা বসাতে পারেনি। ২০১৪-এর টেস্ট সিরিজে একেবারেই সুবিধা করতে পারেননি ভারত অধিনায়ক। তাই এবার নেতা ও তাঁর সতীর্থরা জোরদার প্রস্তুতি নিচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement