সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এল সুখবর। আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জোড়া সিরিজ জয়ের সুফল পেল ভারত। এই মুহূর্তে ভারতের রেটিং পয়েন্ট ১২২। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১১। ভারতের কাছে ৪-১ এ সিরিজ হারের ফলে চতুর্থ স্থানে নেমে গিয়েছে নিউজিল্যান্ড। তাদেরও রেটিং পয়েন্ট ১১১। প্রথম স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৬। পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। প্রথমবার আইসিসির পূর্ণ সদস্যদের তালিকায় উঠে এল নেপাল। তাদের স্থান ১৫তম।
শুধু দলগতভাবে নয়, ব্যক্তিগতভাবে ক্রিকেটাররাও ভাল পারফরম্যান্সের সুবিধা পাচ্ছেন। আইসিসি ওয়ানডে ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানেই রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। দশম স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। রস টেলর ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন। তিনি রয়েছেন তৃতীয় স্থানে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফলে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন মহেন্দ্র সিং ধোনিও। ৩ ধাপ উপরে উঠে এসে তিনি এখন ১৭তম স্থানে। অন্যদিকে, কেদার যাদবও ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে এসেছেন। ৮ ধাপ উপরে উঠে এসে আপাতত তিনি ৩৫তম স্থানে।
বোলারদের ব়্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছেন এক ভারতীয়। শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রিত বুমরাহ। দ্বিতীয় স্থানে আফগান স্পিনার রশিদ খান। তৃতীয় স্থানে ট্রেন্ট বোল্ট। ভারতীয়দের মধ্যে চাহাল এক ধাপ উপরে উঠে আপাতত পঞ্চম স্থানে। কুলদীপ যাদব রয়েছেন চতুর্থ স্থানে। ছ’ধাপ উপরে উঠে এসে ১৭তম স্থানে রয়েছেন। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান রয়েছেন ষষ্ঠ স্থানে। ব্যাটিং এবং বোলিং বিভাগে সুখবর খাকলেও, ভারতের জন্য খারাপ খবর অলরাউন্ডারদের ক্রমতালিকায়। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.