Advertisement
Advertisement

দুর্দান্ত শতরান পৃথ্বীর, ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রথম দিনই বিরাট রান ভারতের

বিশ্রাম থেকে ফিরে দারুণ ছন্দে ক্যাপ্টেন কোহলি।

India on its way to score big against West Indies
Published by: Subhajit Mandal
  • Posted:October 4, 2018 5:21 pm
  • Updated:October 4, 2018 5:36 pm  

ভারত:  ৩৬৪-৪  (পৃথ্বী-১৩৪, পূজারা-৮৬, কোহলি-৭২* )

ওয়েস্ট ইন্ডিজ: 

Advertisement

প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিনই শক্ত ভিত তৈরি করে ফেলল ভারত। তরুণ পৃথ্বী শ-র দুর্দান্ত শতরান, অধিনায়ক বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার অর্ধশতরানের উপর ভর করে রাজকোট টেস্টের প্রথম দিনই বিশাল স্কোর খাড়া করল টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের স্কোর, ৪ উইকেটের বিনিময়ে ৩৬৪ রান। 

[অভিষেকেই সেঞ্চুরি, ইতিহাস গড়ে শচীন-সৌরভের সঙ্গে এক আসনে পৃথ্বী]

এদিন ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কোহলি। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুটা ভাল হবে এমনটাই প্রত্যাশা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কিন্তু তেমনটা হয়নি। কারণ, প্রথম ওভারেই গ্যাব্রিয়েলের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন লোকেশ রাহুল। রাহুলের উইকেট খোয়ানোর পরই অবশ্য ইনিংসের হাল ধরেন টিম ইন্ডিয়ার নয়া ‘ওয়ান্ডার কিড’ পৃথ্বী শ। অভিজ্ঞ পুজারার সঙ্গে জুটি বেঁধে ২০৬ রান যোগ করেন তিনি। ব্যক্তিগত ৮৬ রানের মাথায় শ্রেমান লুইয়ের বলে ক্যাচ দিয়ে পুজারা আউট হলেও ক্যারিবিয়ান বোলারদের উপর দাপট বজায় রাখেন পৃথ্বী। মাত্র ৯৯ বলে কেরিয়ারের প্রথম শতরানটি করে ফেলেন পৃথ্বী। আর সেই সঙ্গে ভারতের ১৫ তম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়লেন তিনি। এর আগে এই কৃতিত্বের অধিকারী ছিলেন লালা অমরনাথ, এজি কৃপাল সিং, আব্বাস আলি, হনুমন্ত সিং, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহবাগ, সুরেশ রায়না, রোহিত শর্মার মতো ভারতীয় তারকারা।

[ভক্তদের পুজোর শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের রোষে লিটন দাস]

পৃথ্বীর ইনিংস শেষ হয় ১৩৪ রানে। তরুণ ওপেনার আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন দুই পোড়খাওয়া ব্যাটসম্যান বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে। অধিনায়ক কোহলি দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। অর্ধশতরান করে ফেলেছেন তিনিও।এখনও অবধি তাঁর সংগ্রহ ৭২ রান, অন্যপ্রান্ত ১৭ রান করে অপরাজিত ঋষভ পন্থ।  সিরিজ শুরুর আগে থেকেই বলাবলি চলছে, দুর্বল এবং অনভিজ্ঞ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে খুব একটা বেগ পেতে হবে না ভারতকে। প্রথম দিনের খেলার শেষে অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় দিন সকালে যদি শুরুটা ভাল না হয় ক্যারিবিয়ানদের তাহলে ভারতের স্কোর নাগালের বাইরে চলে যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement