জিম্বাবোয়ে – ১৭০/৬
ভারত – ১৬৮/৬
২ রানে জয়ী জিম্বাবোয়ে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেরা ম্যাচ ফিনিশার হিসেবেই পরিচিত তিনি৷ তাবড় তাবড় দলের বিরুদ্ধে চূড়ান্ত উত্তেজনার মুহূর্তেও বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ বের করেছেন৷ একবার নয়, এমন ঘটনা বহুবারই ঘটেছে৷ কিন্তু শনিবার তা হল না৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ বলে একটা চার এল না মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে৷ ফলস্বরূপ, প্রথম টি-টোয়েন্টিতে ২ রানে হারল টিম ইন্ডিয়া৷
চলতি জিম্বাবোয়ে সফরে ওয়ানডে সিরিজে একটিও ম্যাচে ব্যাট করতে হয়নি ধোনিকে৷ এদিনই প্রথম ব্যাট হাতে মাঠে নামেন৷ ১৯ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে ব্যর্থ ক্যাপ্টেন কুল৷ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের হারতে হল জিম্বাবোয়ের কাছে৷ তাও আবার টি-টোয়েন্টিতে৷ এর চেয়ে লজ্জার আর কী-ই বা হতে পারে!
ব্রাউনওয়াশ হওয়ার হতাশা যেন মন থেকে মুছে ফেলতে পারেনি জিম্বাবোয়ে৷ তাই নয়া উদ্যমে লড়াইয়ে নেমেছিলেন চিবাবারা৷ ব্যাটসম্যানরা যেমন লম্বা রানের ইনিংস খেললেন, তেমনই বল হাতেও সফল মুজারাবানি (২), চিবাবারা (২)৷ অন্যদিকে ভারতীয়দের পারফরম্যান্স তেমনভাবে নজর কাড়ল না৷ অতিরিক্ত আত্মবিশ্বাসই কী বাধা হয়ে দাঁড়াল? যদি তাই হয় তাহলে সিরিজ হাতছাড়া হওয়ার আগেই নতুন করে স্ট্র্যাটেজি কষতে হবে ধোনিকে৷
ওয়ানডেতে নজির গড়া লোকেশ রাহুল (০) এদিন রানই করতে পারলেন না৷ মনীশ পাণ্ডে (৪৮) ও মনদীপ সিংই (৩১) দলকে এগিয়ে নিয়ে গেলেন৷ শেষ ওভারে অক্ষর প্যাটেল আউট হওয়াটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়৷ ঋষি ধাওয়ান নেমে তিনটি বল নষ্ট করেন৷ ১ বলে বাকি তখন ৪ রান৷ ধোনি স্ট্রাইক পেতে ভারতীয় সমর্থকরা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ঠিকই, কিন্তু তা বেশিক্ষণ টিকল না৷ সেরা ফিনিশারের ইনিংসটা এবার সেরা হল না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.