Advertisement
Advertisement

Breaking News

India

২০২৪ এএফসি ফুটসল এশিয়ান কাপের যোগ্যতা পর্বে কঠিন গ্রুপে ভারত, গ্রুপে রয়েছে আর কোন কোন দল?

অক্টোবরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

India is placed in a tough group in AFC Futsal Asian Cup qualifier । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 22, 2023 2:41 pm
  • Updated:June 22, 2023 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি ফুটসল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের (AFC Futsal) গ্রুপ বিন্যাস হয়ে গেল। ভারত (India) খুব কঠিন গ্রুপে পড়েছে। এএফসি ফুটসল এশিয়ান কাপ ২০২৪ সালের কোয়ালিফায়ারের যে ড্র হয়েছে তাতে ভারতের সঙ্গে ই গ্রুপে রয়েছে তাজিকিস্তান, মায়ানমার ও প্যালেস্টাইন।

অক্টোবরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট ৩১টি দেশ অংশ নেবে।
গ্রুপ এ-তে রয়েছে থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, হংকং এবং চিন। গ্রুপ বিত-তে ইন্দোনেশিয়া, সৌদি আরব, আফগানিস্তানের সঙ্গে রয়েছে ম্যাকাও।

Advertisement

[আরও পড়ুন: সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় চতুর্থ সুনীল, রোনাল্ডো-মেসির সঙ্গে ব্যবধান কমালেন ভারত অধিনায়ক]

 

গ্রুপ সি-তে ইরান, লেবানন, কিরগিজস্তান ও মালদ্বীপ রয়েছে। গ্রুপ ডি-তে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নেপাল ও মঙ্গোলিয়া রয়েছে। গ্রুপ এফ-এ কুয়েত, বাহরিন, তিমর লেস্তে ও দার এস সালাম। দ্রুপ জি-তে উজবেকিস্তান. ইরাক, মালয়েশিয়ার সঙ্গে রয়েছে কম্বোডিয়া। গ্রুপ এইচে রয়েছে তিনটি দল। জাপান, চাইনিজ তাইপে ও অস্ট্রেলিয়া।

[আরও পড়ুন: ‘আমি যোদ্ধা, দরকার হলে ফের একই কাজ করব’, লাল কার্ড দেখা নিয়ে স্টিমাচের সাফাই]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement