সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবদ্দশায় ভারতীয় হকির ঝুলিতে আরও একটা ওলিম্পিক সোনা দেখতে চেয়েছেন কিংবদন্তি বলবীর সিং৷ তাঁর সেই স্বপ্ন কি পূরণ হতে চলেছে? ন’নম্বর সোনাটি কি উঠবে পুরুষ হকি তারকাদের ঘরে৷ সেই উত্তরের জন্য আরও কয়েকটা দিন যদিও অপেক্ষা করতেই হবে৷ তবে ভারতীয় প্রবীন কিংবদন্তির স্বপ্নকে এখনও পর্যন্ত সযত্নেই পালন করে চলেছেন শ্রীজেশরা৷
গ্রুপ পর্যায়ে এখনও পর্যন্ত কানাডার বিরুদ্ধে ম্যাচ বাকি৷ তবে তার আগেই শেষ আটের টিকিট নিশ্চিত করে ফেলল ওল্টমান্সের দল৷ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্সের জেরে হারে ভারত৷ পাঁচ-পাঁচটা পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেননি সর্দাররা৷ ফলস্বরূপ ১-২ গোলে হার দলের৷ মাঠে ভাগ্যদেবী সহায় না হলেও সে রাতেই সুখবরটা চলে যায় শ্রীজেশদের কাছে৷ গ্রুপ বি-এর অন্য ম্যাচে জার্মানিকে আটকে দেয় আর্জেন্টিনা৷ ৪-৪ গোলে অমীমাংসিতভাবে শেষ হয় খেলা৷ আর্জেন্টিনা পয়েন্ট নষ্ট করায় এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ হকি দল৷ আয়ারল্যান্ড ও আর্জেন্টিনাকে হারানোয় চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ তালিকার ৩ নম্বরে রয়েছে মেন ইন ব্লু৷ ফলে কানাডার সঙ্গে ম্যাচটা নেহাতই নিয়মরক্ষার ম্যাচে পরিণত হল৷
শ্রীজেশরা যেখানে আশার আলো দেখাচ্ছেন সেখানে বারবার হতাশ করছেন সুশীলা চানুরা৷ বৃহস্পতিবারও পরাস্ত ভারতীয় মহিলা হকি দল৷ অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকার কাছে ০-৩ গোলে হারল দল৷ প্রথম ম্যাচে জাপানের কাছে আটকে যাওয়ার পর হারের হ্যাটট্রিক করল মহিলা দল৷
এদিকে, মহিলা ডাবলস থেকে ছিটকে গেলেও মিক্সড ডাবলসে জয়ী সানিয়া মির্জা ও রোহন বোপন্না জুটি৷ অজি জুটি সামান্ত ও জনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ভারতীয় তারকারা৷ ৭৩ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সানিয়ারা৷ টেনিসে ভারতের সাফল্যের দিন ব্যাডমিন্টনেও ভাল ফল করলেন কিদাম্বি শ্রীকান্ত৷ প্রথম ম্যাচে মেক্সিকোর লিনো মুনোজকে হারালেন ভারতীয় শাটলার৷ শ্রীকান্তের পক্ষে ম্যাচের ফল ২১-১১, ২১-১৭৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.