সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজের নির্ণায়ক ম্যাচে শনিবার ভারত ১৯০ রানে হারাল নিউজিল্যান্ডকে৷ ৩-০ টেস্ট সিরিজ জেতার পর একদিনের ম্যাচের সিরিজও ৩-২-এ পকেটে পুরলেন ধোনিরা৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক ধোনি৷ ভারতীয় দলে এদিন দুটি পরিবর্তন করা হয়৷ ধবল কুলকার্নির পরিবর্তে দলে ঢোকেন বুমরাহ৷ এদিন ডেবিউ করলেন জয়ন্ত যাদব৷ প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ২৬৯ রানে ইনিংস শেষ করে৷ রোহিত শর্মা করেন ৭০ রান এবং বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৬৫ রানের ইনিংস৷ মূলত তাঁদের ব্যাটে ভর করেই শক্ত ভিতের উপরে দাঁড়ায় ভারত৷
India set New Zealand a target of 270 runs to win the deciding ODI. Who will take the victory and claim the series? #IndvNZ pic.twitter.com/h6agMhKUuD
— ICC (@ICC) October 29, 2016
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি৷ অমিত মিশ্রের বিষাক্ত স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড৷ মাত্র ১৮ রানে ৫ উইকেট তুলে নেন মিশ্র৷ তিনিই আজকের ম্যান অফ দ্য ম্যাচ৷ ম্যান অফ দ্য সিরিজও তিনি৷ ২৩.১ ওভারে ৭৯ রানে কিউয়িরা ১০ উইকেট হারিয়ে সিরিজ খোয়াল ভারতের কাছে৷
India emphatically win the final ODI by 190 runs to take the series 3-2, Amit MIshra picking up a 3rd ODI 5 wicket haul #IndvNZ pic.twitter.com/MLz3kSH9ZH
— ICC (@ICC) October 29, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.