Advertisement
Advertisement

কোচের পদ থেকে সরানো হোক শাস্ত্রীকে, লর্ডসে হারের পর সরগরম নেটদুনিয়া

জোরালো হচ্ছে রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে আনার দাবিও৷

India bows to England, Twitterati demands Ravi Shastri’s ouster
Published by: Sulaya Singha
  • Posted:August 13, 2018 5:06 pm
  • Updated:August 13, 2018 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই ইনিংস মিলিয়ে একাই ন’টি উইকেট তুলে নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন৷ ক্রিস ওকস হাঁকিয়ে ছিলেন সেঞ্চুরি৷ মহা পরাক্রমশালী ইংল্যান্ডের কাছে চূড়ান্ত অসহায় দেখিয়েছে টিম ইন্ডিয়াকে৷ বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর দল নির্বাচন থেকে শুরু করে খেলার স্ট্র্যাটেজি, সবেতেই বিরক্ত ভারতীয় সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা৷ এজবাস্টনের পর লর্ডসে বিরাটদের এভাবে আত্মসমর্পন করা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউই৷ আর সেই কারণে খানিকটা প্রত্যাশিতভাবেই টিম ইন্ডিয়ায় রবি শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল৷ নেটদুনিয়ায় সরব ক্রিকেটভক্তরাও৷ শাস্ত্রীকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন নেটিজেনরা৷

[আচমকা জলপ্রপাতে স্নান! বাহুবলী অবতারে ধরা দিলেন ধোনি]

ঐতিহ্যবাহী লর্ডসে তো শুধুই সিরিজে সমতা ফেরানোর লড়াই ছিল না, ছিল বিদেশের মাটিতে হারানো সম্মান ফিরে পাওয়ার মহারণও৷ অথচ ভারতীয় ব্যাটিং পারফরম্যান্স দেখে কে বলবে, জয়ের ন্যূনতম খিদে রয়েছে৷ কে বলবে, অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে মরিয়া কোহলি? কে বলবে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে এই দল! কোথায় গেল শাস্ত্রীর মগজাস্ত্র? ব্রিটিশ সুইং জুজুতে লজ্জার হারের পর প্রশ্নটা উঠেই গেল৷

Advertisement

 

[‘অত্যন্ত খারাপ’ পারফরম্যান্স, বিরাটদের সমালোচনায় সরব শেহওয়াগ]

বিরাটবাহিনীর সাফল্যে তাঁদের মাথায় তুলে নাচেন ক্রিকেটপ্রেমীরা৷ ব্যর্থতাতেও যে পাশে দাঁড়ান তার প্রমাণও মিলেছে৷ বার্মিংহামে হারের পরও সমর্থকদের আশা ছিল ভুল শুধরে ঠিক ঘুরে দাঁড়াবে দল৷ কিন্তু ক্রিকেটভক্তরা চটেছেন বিরাটদের উদাসীন মনোভাবে৷ নেটদুনিয়ায় বিতর্কের ঝড় উঠেছে৷ নানা সমালোচনায় বিদ্ধ দল৷ তবে সবচেয়ে বেশি আঙুল উঠেছে কোচ শাস্ত্রীর বিরুদ্ধে৷ দুই স্পিনারকে খেলানোর মাথা-মুণ্ডু বুঝতে পারছেন না কেউই৷ অনেকে আবার বলছেন, অনিল কুম্বলের জায়গায় শাস্ত্রীকে আনার ফল ভোগ করছে দল৷ আরেক নেটিজেনের কটাক্ষ, দলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ তো রয়েইছে৷ তাহলে ঘুরে বেড়ানো, বসে থাকা আর খাওয়া-দাওয়া ছাড়া কোন কাজটা করেন শাস্ত্রী? অনেকে ক্ষোভ উগরে দিয়ে বলছেন, শাস্ত্রী হয়তো ক্রিকেটারদের বলেছিলেন, বিদেশে গিয়ে ভাল করে সময় কাটাতে৷ হার-জিত কোনও ব্যাপার নয়৷ সেই সঙ্গে জোরালো হয়েছে রাহুল দ্রাবিড়কে বিরাটদের কোচ হিসেবে আনার দাবিও৷ এবার দেখার, এমন বিতর্কের মুখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোনও নয়া পদক্ষেপ করে কিনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement