Advertisement
Advertisement

Breaking News

কোহলি-ধোনি যুগলবন্দিতে কুপোকাত কিউয়িরা

ওয়ানডে সিরিজে রবিবারের ম্যাচের পর ২-১ এ এগিয়ে ভারত৷

India beats New Zealand in third one day match
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 10:05 pm
  • Updated:October 24, 2016 3:27 pm  

নিউজিল্যান্ড- ২৮৫

ভারত -২৮৯/৩ 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় একদিনের ম্যাচে পরাজয়ের পর রবিবার নিউজিল্যান্ডকে যোগ্য জবাব দিতে তৈরি ছিল ধোনিবাহিনী৷ মোহালিতে এদিনের ম্যাচ শুধু জবাব নয়, সাক্ষী থাকল বেশ কয়েকটি নতুন রেকর্ডেরও৷ সাত উইকেটে ম্যাচ জিতে নেওয়া ছাড়াও আজ মাঠে একাধিক রেকর্ড ভাঙা-গড়া হল৷

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে নেয় কিউয়িবাহিনী৷ অনেকেই সেই সময় ভারতের বিপক্ষে ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন৷ কিন্তু তারপরেই একে একে ড্রেসিংরুম অভিমুখে রওনা দেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা৷ যদিও নিশামের সঙ্গে হেনরির পার্টনারশিপ ফের কপালে ভাঁজ ফেলে ভারতীয় দলের৷ কিন্তু কেদার যাদব নিশামের উইকেট তুলে স্বস্তি এনে দেন মেন ইন ব্লু-র ড্রেসিং রুমে৷ শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ২৮৬ রানের টার্গেট রেখে মাঠ ছাড়েন কিউয়িরা৷

জবাবে ব্যাট করতে নেমে রবিবারও ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা৷ কিন্তু ‘পয়সা উসুল’ ম্যাচের শুরু এরপরই৷ ব্যাট করতে নেমে ১৬৬ রানের অপ্রতিরোধ্য পার্টনারশিপ উপহার দেন ভারতের ওয়ান ডে অধিনায়ক ও সহ-অধিনায়ক৷ মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলির এই ইনিংস চূড়ান্ত আত্মবিশ্বাসী করে তোলে ভারতীয় খেলোয়াড় ও সমর্থকদের৷

একই সঙ্গে একের পর এক রেকর্ড তৈরি করেন এই দুই মহারথী৷ পঞ্চম ভারতীয় হিসেবে ৯০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ধোনি৷ উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানও তাঁর৷ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯৬টি ছয় হাকিয়ে সচিনকে টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনি৷ এখানেই শেষ নয়, এদিন ১৫১-তম স্টাম্প আউট করে সঙ্গাকারাকে টপকে বিশ্বের এক নম্বর এখন তিনিই৷

তবে পিছিয়ে নেই বিরাটও৷ ২৬তম শতরান করে সেঞ্চুরির নিরিখে গোটা বিশ্বে ব্যাটসম্যানদের তালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছেন তিনি৷ আজকের ম্যান অফ দ্য ম্যাচও যে তিনিই৷ ১৫৪ রান করে অপরাজিত হয়ে মাঠ ছাড়েন তিনি৷

তবে, শুধু রেকর্ড নয়, এদিন ক্রিকেটপ্রেমীদের স্বর্গীয় এক ইনিংস উপহার দিলেন বিরাট৷ ৮০ রান করে ধোনি ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর মণীশ পাণ্ডেকে সঙ্গে নিয়ে লম্বা রানের ইনিংস খেললেন তিনি৷ তাঁর ও ধোনির চওড়া ব্যাটে ভর করে ওয়ান ডে সিরিজে ২-১ এ এগিয়ে থাকল ভারত৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement