Advertisement
Advertisement

Breaking News

অভিষেক ওয়ানডে-তে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড রাহুলের

দেশের জার্সিতে এই তরুণ তুর্কির কেরিয়ার গ্রাফ দেখলে চমকে যেতে হবে৷ এখনও পর্যন্ত ৪ টি টেস্ট খেলেছেন৷ যার মধ্যে দু'টোতেই শতরান করেছেন রাহুল৷ এবার প্রথম ওয়ানডেতেও নজির গড়লেন তিনি৷ এর আগে ২০০৬-এ ইন্দোরে অভিষেক ওয়ানডেতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৮৬ রান করেছিলেন রবিন উথাপ্পা৷

India beat Zimbabwe in first ODI by 9 wickets, KL Rahul scored debut century
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2016 10:04 pm
  • Updated:July 11, 2018 2:29 pm  

জিম্বাবোয়ে – ১৬৮ (৪৯.৫)

ভারত – ১৭৩/১ (৪২.৩)

Advertisement

৯ উইকেটে জয়ী ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবম আইপিএল-এ আরসিবি-র হয়ে ব্যাট হাতে নজর কেড়েছিলেন৷ এবার দেশের জার্সি গায়ে প্রথমবার একদিনের ম্যাচে নেমেই বাজিমাত করলেন লোকেশ রাহুল৷ প্রথম ভারতীয় হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকালেন তিনি৷ আর সেই সৌজন্যে জিম্বাবোয়েকে প্রথম ম্যাচেই ৯ উইকেটে হারাল টিম ইন্ডিয়া৷
দেশের জার্সিতে এই তরুণ তুর্কির কেরিয়ার গ্রাফ দেখলে চমকে যেতে হবে৷ এখনও পর্যন্ত ৪ টি টেস্ট খেলেছেন৷ যার মধ্যে দু’টোতেই শতরান করেছেন রাহুল৷ এবার প্রথম ওয়ানডেতেও নজির গড়লেন তিনি৷ এর আগে ২০০৬-এ ইন্দোরে অভিষেক ওয়ানডেতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৮৬ রান করেছিলেন রবিন উথাপ্পা৷ সেই রেকর্ড শনিবার হারারেতে ভাঙলেন কর্নাটকের ডান-হাতি ব্যাটসম্যান৷ তাঁর ১১৫ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস সাজানো ছিল একটা ছক্কা ও সাতটা বাউন্ডারি দিয়ে৷ নিজের সেঞ্চুরির আনন্দ তো আছেই, তবে ২৪ বছরের রাহুল বেশি খুশি দলকে জেতাতে পেরে৷ ম্যাচের সেরা হয়ে তিনি বলেন, “ব্যাটিংটাকে উপভোগ করছিলাম৷ উইকেট বেশ কঠিন ছিল৷ তবে নিজের পারফরম্যান্সে আমি খুশি৷ ম্যাচ শেষে জানতে পারলাম প্রথম ভারতীয় হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছি৷ সেসব অত চিন্তা করছি না৷ আরও পাঁচটা ম্যাচ বাকি৷ এই ধারাবাহিকতাটাই বজায় রাখতে চাই৷”
ইয়ং ব্রিগেড নিয়ে হারারেতে শুরুটা মন্দ করলেন না ধোনি৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত৷ ৪৯.৫ ওভারে ১৬৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস৷ ৯.৫ ওভারে ২৮ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন বুমরাহ৷ জবাবে ৪২.৩ ওভারেই ম্যাচ পকেটে পুরে ফেলে ধোনিবাহিনী৷ রাহুলের যোগ্য সঙ্গ দেন অম্বতি রাইডু (৬২*)৷ সোমবার মাঠে নামার আগে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রইল ভারত৷
বিরাট কোহলি, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, আর অশ্বিনের মতো প্রথম দলের প্রায় সকলেই বিশ্রামে৷ জিম্বাবোয়ে সফরে তাই নতুনদের দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement