ওয়েস্ট ইন্ডিজ: ৩১১, ১২৭
ভারত: ৩৬৭,৭৫
ভারত জিতল ১০ উইকেটে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টের মতোই অবধারিত ফলাফল দ্বিতীয় টেস্টেও। হায়দরাবাদের প্রথম দু’দিনের খেলার শেষে অনেক বিশেষজ্ঞই মনে করছিলেন, এবার হয়তো অসহায় আত্মসমর্পণ করবেন না ক্যারিবিয়ানরা। কিছুটা হলেও লড়াই দেবে। কিন্তু বাস্তবে তা হল না। রাজকোটের মতো হায়দরাবাদেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল ক্যারিবিয়ান প্রতিরোধ। দিনের শেষে জয় চলে এল ভারতের ঝুলিতে। কোহলিরা জিতলেন ১০ উইকেটে।
প্রথম টেস্টে একপেশে ফলাফলের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজের দুর্দান্ত শতরানের উপর ভর করে সম্মানজনক রানও করে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তোলে ৩৬৭ রান। তৃতীয় দিনের শুরুতে ধস নামে ভারতের ইনিংসেও। মাত্র ৫৩ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন ভারতের শেষ পাঁচজন ব্যাটসম্যান। প্রথম ইনিংসের নিরিখে টিম ইন্ডিয়া লিড পায় ৫৬ রানে। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করেন উমেশ যাদব। তিনি দখল করেন ৪ টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ১০ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। তাঁদের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১২৭ রানে। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সুনীল অ্যাম্ব্রিস। জয়ের জন্য নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে আর অসুবিধা হয়নি ভারতের। মাত্র ৪৬ ওভারেই ভারত পৌঁছে যায় লক্ষ্যে। দুই ওপেনার করেন ৩৩ রান করে। সহজ জয়ের ফলে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল মেন ইন ব্লু।
Innings Break!
Windies all out for 127 in the second innings. @y_umesh registers his first 10-wkt haul in Tests.#TeamIndia require 72 runs to win the 2nd Test.
Chase coming up shortly #INDvWI pic.twitter.com/7YOu03pPoa
— BCCI (@BCCI) October 14, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.