ওয়েস্ট ইন্ডিজ ৩২২ (হেটমেয়ের ১০৬, পাওয়েল ৫১)
ভারত ৩২৬ ( রোহিত শর্মা ১৫২ বিরাট কোহলি১৪০)
ভারত ৮ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঘটনের ইঙ্গিত ছিল, কিন্তু বিরাট-রোহিতের যুগলবন্দিতে তেমন কিছুই হল না। টেস্ট ক্রিকেটে রীতিমতো ধুঁকতে থাকা ক্যারিবিয়ানরা ৩২৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়ে ভারতকে বেশ চমকেই দিয়েছিল। কিন্তু গুয়াহাটির ব্যাটিং সহায়ক পিচে সেই লক্ষ্যমাত্রাই সহজেই পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সৌজন্য অধিনায়ক, সহ-অধিনায়ক যুগলবন্দি। জোড়া সেঞ্চুরিতে ৩২২ রানের বিশাল রানকেও মনে হল নগণ্য।
টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর একদিনের সিরিজের আগেও ফেভরিট হিসেবেই শুরু করেছিল ভারত। আর প্রথম ম্যাচেই বিরাটরা বুঝিয়ে দিলেন কেন তাদের ফেভরিট বলা হচ্ছে। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। পরিকল্পনা ছিল ক্যারিবিয়ানদের অল্প রানের মধ্যে আটকে দিয়ে সহজে জয় তুলে নেওয়া। কিন্তু শুরুটা পরিকল্পনা মতো হল না। খানিকটা চমকে দিয়েই প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। শুরুটা করেছিলেন কাইরন পাওয়েল। মাত্র ৩৯ বলে ৫১ রানের ইনিংস খেলে ইনিংসের শুরুতেই ভারতীয় বোলারদের মনোবলে আঘাত করেন পাওয়েল। এরপর শুরু হয় হেটমেয়েরের দুর্দান্ত ইনিংস। কার্যত একার হাতে ক্যারিবিয়ানদের ফাইটিং টোটালে পৌঁছে দেন এই ব্যাটসম্যান। মাত্র ৭৮ বলে তিনি খেলেন ১০৬ রানের ইনিংস। তিনি ছাড়াও অধিনায়ক হোল্ডার ৩৮ এবং উইকেটরক্ষক হোপ ৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ক্যারিবিয়ান ইনিংস শেষ হয় ৮ উইকেটে ৩২২ রানে। ভারতের হয়ে ৩ টি উইকেট পান চাহেল, ২ টি করে উইকেট পান শামি এবং জাদেজা, একটি উইকেট পান তরুণ খলিল আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভারতেরও ভাল হয়নি। দলগত মাত্র ১০ রানের মাথায় ফর্মে থাকা শিখর ধাওয়ানের উইকেট হারায় মেন ইন ব্লু। কিন্তু এরপরই ইনিংসের হাল ধরেন অধিনায়ক এবং সহ-অধিনায়কের যুগলবন্দি। অসাধারণ ব্যাটিংয়ের নিদর্শন দেখিয়ে ক্যারিবিয়ান বোলারদের কার্যত ধরাশায়ী করে দিল ভারতের সেরা ব্যাটিং জুটি। শতরান পুর্ণ করেন দুই ব্যাটসম্যানই। প্রথমে বিরাট এবং পরে রোহিতের এই সেঞ্চুরির ইনিংসে ম্যাচ কার্যত ভারতের পকেটে পুরে দেয়। ১৪০ রান করে ২৫৬ রানের মাথায় যখন আউট হন বিরাট। ততক্ষণে ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। যেটুকু কাজ বাকি ছিল তা পুরো করেন রোহিত এবং রায়ডু।৪৭ বল বাকি থাকতেই টার্গেটে পৌঁছে যায় ভারত। রোহিত অপরাজিত থাকেন ১৫২ রানে। রায়ডু অপরাজিত থাকেন ২২ রানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.