Advertisement
Advertisement

স্পেনকে হারিয়ে হকি বিশ্বকাপের সেমিতে ভারতীয় জুনিয়ররা

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের কঠিন লড়াইয়ে নামবে দল৷

India beat Spain 2-1 in Junior Hockey World Cup quarters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 8:16 pm
  • Updated:December 15, 2016 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিনটি ম্যাচ জিতে পুল ডি-এর শীর্ষে থেকে হকি বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছিল ভারতীয় জুনিয়ররা৷ তাই বৃহস্পতিবার স্পেনের বিরুদ্ধে তাঁরাই ছিলেন ফেভরিট৷ রিও ওলিম্পিকে দাদারা যা পারেননি, বিশ্বকাপের মঞ্চে ভাইরা সেটাই করে দেখালেন৷ স্পেনকে মাটি ধরিয়ে সেমিফাইনালে উঠলেন মনদীপ সিংরা৷

এদিন লখনউয়ে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ২-১-এ জেতে ভারতীয় দল৷ মার্চ সেরাহিমার গোলে প্রথমার্ধে এগিয়ে যায় স্পেন৷ দ্বিতীয়ার্ধে সিমরনজিতের গোলে সমতায় ফেরে ভারত৷ ৬৬ মিনিটে ফের স্প্যানিশ রক্ষণ ভাঙতে সফল হন ভারতীয় জুনিয়ররা৷ পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করে দেন হরমনপ্রীত সিং৷

Advertisement

বিশ্বজয়ের থেকে আর মাত্র দু’ধাপ পিছিয়ে মেন ইন ব্লু৷ ১৫ বছর আগে (২০০১) শেষবার বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছিল তারা৷ এবার ঘরের মাঠে খেতাব জিতে নয়া ইতিহাস গড়তে মুখিয়ে রয়েছেন জুনিয়ররা৷ শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের কঠিন লড়াইয়ে নামবে দল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement