Advertisement
Advertisement

অশ্বিনদের স্পিন ঝড়ে উড়ে গেল কুকবাহিনী

প্রত্যাশা মতোই আট উইকেটে তৃতীয় টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া৷

India beat England in 3rd Test at Mohali by 8 wickets
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 29, 2016 3:53 pm
  • Updated:November 29, 2016 4:26 pm  

ইংল্যান্ড: ২৮৩ ও ২৩৬

ভারত: ৪১৭ ও ১০৪/২

Advertisement

৮  উইকেটে জয়ী ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে ফিল হিউজের মৃত্যু ক্রিকেটারদের মনে কতটা ছাপ ফেলেছে, তা ফের দেখল মঙ্গলবারের মোহালি৷ মহম্মদ শামির বাউন্সারটা সজোরে এসে লাগল ক্রিস ওকসের হেলমেটে৷ হেলমেট থেকে একটা গার্ড ছিটকে গিয়ে পড়ল মাটিতে৷ ক্যাপ্টেন কোহলি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ওকসকে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে কি না৷ এমন সচেতনতার মধ্যেও কিন্তু সচেতনভাবে ইংল্যান্ডকে দুরমুশ করার কাজটা একই গতিতে সারছিলেন শামিরা৷ সেই গন্তব্যে পৌঁছতে বেশি সময়ও লাগল না৷ প্রত্যাশা মতোই আট উইকেটে তৃতীয় টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া৷ তাও আবার ম্যাচের একদিন আগেই৷

চার বছর আগে এ দেশের মাটিতে টেস্টে ব্রিটিশরা রাজত্ব করেছিল৷ বদলার সিরিজ জিততে এবার মরিয়া হয়ে উঠেছেন বিরাটরা৷ সেই দিকেই এদিন আরও একধাপ এগিয়ে গেল দল৷ সৌজন্যে অবশ্যই শুরুতে নিতে হবে রবীন্দ্র জাদেজার নাম৷ দুরন্ত ব্যাটিং এবং বোলিংয়ে ম্যাচ সেরার স্বীকৃতি পেলেন তিনি৷ জাদেজার পারফরম্যান্সে খুশির হাওয়া সৌরাষ্ট্র দলেও৷ ৯০ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে চারশোর গণ্ডি পার করিয়েছিলেন বলেই জয়টা আরও সহজ হয়ে গিয়েছিল৷ এদিকে, কুম্বলের দলে এখন ব্যাট হাতে আরেক বড় ভরসা হয়ে উঠেছেন অশ্বিন৷ তবে সবশেষে কাজটা সারলেন পার্থিব৷

সকালে সবথেকে ভাইটাল উইকেটটা তুলে নেন জাদেজা৷ বলটা বেশ টার্ন, বাউন্স করল৷ আর রুট ড্রাইভ করতে গিয়ে কানায় লাগালেন৷ স্লিপে দারুণ রিফ্লেক্স ক্যাচ অজিঙ্কে রাহানের৷ কেন তাঁর সঙ্গে রাহুলের তুলনা করা হয়, সেটা আরও একবার বোঝা গেল৷ এমনিতে ইংল্যান্ড যে মোহালিতে হারছে, সেটা আগের দিনই পরিষ্কার হয়ে গিয়েছিল৷ তবু রুট উইকেট থাকা মানে লিড কিছুটা বাড়বে৷ রুট আউট তা বন্ধ হয়ে যায়৷ অশ্বিন তিনটি এবং জাদেজা, শামি ও জয়ন্ত যাদব দু’টি করে উইকেট তুলে নেন৷

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে অপরাজিত ৬৭ রান করে পাঁচ টেস্টের সিরিজে টিম ইন্ডিয়াকে ২-০ এগিয়ে দিলেন আট বছর পর দলে সুযোগ পাওয়া পার্থিব প্যাটেল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement